বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বোআও ফোরাম ফর এশিয়াতে Vivo তাদের প্রথম মিক্সড রিয়ালিটি হেডসেট ‘Vivo Vision’ পেশ করেছে। এই প্রোটোটাইপ ডিভাইসটি প্রথম দেখে ডিজাইন অনেকটা Apple Vision Pro এর মতো মনে হয়েছে। আপাতত এই প্রোডাক্ট দেখানো হল এবং 2025 সালের মাঝামাঝি এটির অফিসিয়াল লঞ্চ ও সেল শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo এর মিক্সড রিয়ালিটি হেডসেটের ডিটেইলস সম্পর্কে।
Vivo Vision এর মিক্সড রিয়ালিটি হেডসেট
Vivo Vision এর মিক্সড রিয়ালিটি হেডসেটে স্কি গগল স্টাইল ডিজাইন দেওয়া হয়েছে, এর সামনে ব্ল্যাক গ্লাস এবং ব্লু কালারের হেডব্যান্ড/স্ট্র্যাপ রয়েছে।
ফ্রন্ট গ্লাস এবং বডির ভিতরের দিকে ক্যামেরা সেন্সর রয়েছে, এটি মোশান ট্র্যাক করতে এবং হ্যান্ড জেসচার রিকগ্নেশনের জন্য ব্যাবহার করা হবে।
প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী Vision MR হেডসেটটি একটি আলাদা ব্যাটারি প্যাকের সঙ্গে পেশ করা হতে পারে, যা সম্পূর্ণভাবে Apple Vision Pro এর মতো হবে। এটি Type-C পোর্টের মাধ্যমে কানেক্ট করা যাবে এবং ব্যাবহার করার সময় সঙ্গে নিয়ে চলতে হবে।
Vivo এর বক্তব্য অনুযায়ী Vision মিক্সড রিয়ালিটি হেডসেট কোম্পানির রিয়েল-টাইম স্প্যাশিয়াল কম্পিউটিঙকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছে, ফলে ভবিষ্যতে কনজিউমার রোবোটিক্সে নতুন অ্যাপ্লিকেশন উন্নত করা যাবে।
বর্তমানে এখনও পর্যন্ত Vivo তাদের Vision MR হেডসেটের সম্পূর্ণ ডিটেইলস জানায়নি। আগেই জানানো হয়েছে 2025 সালের মাঝামাঝি এই ডিভাইসটি পুরোপুরি লঞ্চ করা হবে।
মিক্সড রিয়ালিটি হেডসেটের পাশাপাশি Vivo চীনে তাদের একটি নতুন রোবোটিক্স ল্যাবের ঘোষণা করেছে, এটি কোম্পানির নতুন স্ট্র্যাটেজিক ইনোভেশনের পার্ট। Vivo এর উদ্দেশ্য এই ল্যাবের মাধ্যমে রোবটের “মস্তিষ্ক” এবং “চোখ” উন্নত করা, এখানে তারা ইমেজিং, AI LLMs এবং স্প্যাশিয়াল কম্পিউটিঙের মতো প্রযুক্তিগত দক্ষতা অর্জন করবে, এগুলি তারা Vivo Vision এর মাধ্যমে আরও উন্নত করবে।
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে জানানো হয়নি, তবে সম্ভবত Vivo X200 Ultra এবং Vivo X200s স্মার্টফোনের সঙ্গে Vivo Vision লঞ্চ করা হতে পারে। এপ্রিল মাসে চীনে এগুলি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।