বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভিভো বিগত বেশ কিছু সময় ধরে তাদের Y-সিরিজের পরিধি বিস্তার করার পরিকল্পনা করছে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Vivo Y18, Vivo Y18e এবং Vivo Y03 ফোনগুলি বাজারে লঞ্চ করা হতে পারে। অফিসিয়াল ঘোষণার আগেই এই তিনটি ফোন ব্লুটুথ এসআইজি সাইটে দেখা গেছে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলি কম দামে ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।
Vivo Y18, Y18e, Y03 ফোনের ব্লুটুথ এসআইজি লিস্টিং
নিচে শেয়ার করা ইমেজে দেখা যাচ্ছে ভিভোর এই তিনটি ফোন লিস্টিঙে নাম এবং মডেল নাম্বার সহ তালিকাভুক্ত করা হয়েছে।
Vivo Y18 ফোনের মডেল নাম্বার V2333 দেখা গেছে।
Vivo Y18e ফোনটি সাইটে V2350 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
সিরিজের তৃতীয় ফোন Vivo Y03 এর মডেল নাম্বার V2332 বলা হয়েছে।
এই তিনটি ফোনেই ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়া এই প্ল্যাটফর্মে ফোনগুলির অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি।
Vivo Y200 5G এর স্পেসিফিকেশন
ভিভো সম্প্রতি ভারতে Y-সিরিজের অধীনে Vivo Y200 5G ফোনটিকে 256জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে, এই ফোনের স্পেসিফিকেশন নিচে জানানো হল।
ডিসপ্লে: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর: Vivo Y200 5G ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 অক্টাকোর প্রসেসরে কাজ করে।
স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 8GB virtual RAM যোগ করা হয়েছে।
https://inews.zoombangla.com/leaked-are-important-specifications-of-oneplus-ace-3v-phone-know-the-details/
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে Smart Aura Light সহ ওআইএস সাপোর্টেড ও এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,800 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএস রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।