বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে আছেন এ অভিনেত্রী। ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই বিয়ে করে সংসারি হয়েছিলেন রেসি। আজ রেসির বিবাহবার্ষিকী।
বিশেষ এই দিনটি নিয়ে বলেন, ‘এক যুগ পার করলাম। আজকের এই দিনে অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল। সংসার না হলে ক্যারিয়ার। তখন আমার ক্যারিয়ারে অনেক হিট সুপার হিট সিনেমা যোগ হয়েছে। আমি সংসারটাকেই বেছে নিয়েছিলাম। হাতে থাকা ডজনখানেক সিনেমা ছেড়ে দিয়েছিলাম।
অনেক ভয় ছিল ঠিকঠাক সংসার করতে পারবো কিনা। এ জন্য আমার বাচ্চার বাবাকে ধন্যবাদ। সে আমাকে আর আমার সংসার আগলে রেখেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের যেন বাবা-মা ছাড়া থাকতে না হয়।
শাহরুখের জনপ্রিয় গানে উদ্দাম ড্যান্স দিয়ে ভাইরাল অভিনেত্রী সন্দীপ্তা
মৃদুলা আহমেদ রেসি ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ প্রভৃতি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।