বিনোদন ডেস্ক : ‘বাবার সঙ্গে আসলেই কী কাজ করতে পারবো? শুরুতে এমন চিন্তায় ছিলাম। কিন্তু যখন কাজ শুরু করেছি তখন মনে হয়েছে আরও আগে কেন কাজ করলাম না বাবার সঙ্গে। বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব ভালো। এ কথা ভাষায় প্রকাশ করতে পারব না।’
নিজের বাবার পরিচালনায় প্রথমবার অভিনয় করার অভিজ্ঞতা জানতে চাইলে কথাগুলো বলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
১৯৪৭ সালের দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাপিত জীবন’। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস থেকে ছবির চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হূদয়।
২০২১-২২ অর্থবছরের অনুদান পাওয়া এই সিনেমাটিতে অভিনয় করছেন আফজাল হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজাদ আবুল কালাম, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ প্রমুখ।
সিনেমাটি প্রসঙ্গে ভাবনা আরও বলেন, ‘গত মঙ্গলবার থেকে রাজবাড়ীতে শুরু হয়েছে যাপিত জীবন-এর দৃশ্যধারণ। তখন থেকে আমি কাজ করছি। কয়েক দিনের জন্য আবার ঢাকায় যাবো আরেকটা কাজের শুটিং করতে।’ জানা গেছে, সিনেমাটির প্রথম ধাপের কাজ চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel