জুমবাংলা ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সিমেন্টবাহী কার্ভাডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকসার চালকসহ ৫ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী যাত্রী রয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জগনাথপুরে ব্রক্ষপুত্র সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিক্সাটি যাত্রী নিয়ে সেতুর উপর দাঁড়িয়ে ছিল, এসময় পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে সিএনজিটি সামনে থাকা একটি ট্রাকের ভেতরে ঢুকে ধুমড়ে মুচরে যায়। এতে ঘটনাস্থলে ৫ যাত্রী নিহত হয়।
দূর্ঘটনার পর এ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. সাহিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।