ভক্তদের রিটার্ন গিফটের আশ্বাস দিলেন শাহরুখ খান

জওয়ান

বিনোদন ডেস্ক : অপেক্ষা শেষে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিংয়ে গড়েছিল রেকর্ড। সিনেমা মুক্তি পেতেই শাহরুখ ভক্তরা উচ্ছ্বসিত। ভক্তদের পজিটিভ রিভিউ দেখে অভিভূত বলিউড কিং।

জওয়ান

তিনি তার ভক্তদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবেন বলে আশ্বাস দিয়েছেন। অভিনেতা বলেন সব ফ্যান ক্লাবকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনারা যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখলেন, হলের বাইরেও এত আনন্দ করলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি অভিভূত। আপনারা আমাকে যতটা ভালোবাসা দিলেন তা খুব তাড়াতাড়ি আপনাদের ফিরিয়ে দেব! আমাকে এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।

এদিকে জওয়ান দিয়েই বলিউডে তামিল পরিচালক অ্যাটলি আত্মপ্রকাশ করেছেন। কিং খানের সিনেমায় বিশেষ চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এই ৫ ক্রিকেটারের স্ত্রীর সৌন্দর্যের সামনে হার মানবে বলিউড অভিনেত্রীরাও

‘জওয়ান’-এর মূল কাহিনিতে দুটি আলাদা আলাদা সময় দেখানো হয়েছে। বিক্রম রাঠৌর এবং আজাদের জীবনের ওঠা-পড়াকে কেন্দ্র করে মূল গল্প। গল্পের প্রয়োজনে নানা লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ, আর সব রূপেই তিনি সেরা। অন্যদিকে, খলনায়কের চরিত্রেও নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন বিজয় সেতুপতি। এর আগে তাকে ওয়েব সিরিজ ‘ফারজি’তে দেখা গিয়েছিল।