বিনোদন ডেস্ক : কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা গেছে একটি বাড়ির মধ্যে ঢোকার আগে একদল অনুরাগীকে অকথ্য ভাষায় গালি দিচ্ছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম। সঙ্গে চিৎকার করে বলছেন, ‘আমাকে তো বাঁচতে হবে!’ এরপর তাঁর সামনে থাকা অনুরাগীদের গালিগালাজ করতে শোনা যায় তাঁকে। আসলে ঠিক কী ঘটেছিল রূমপের সঙ্গে? কেনই বা রূপম এমন বললেন?
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তুমুল নিন্দার মুখে পড়েছেন এই গায়ক। একের পর এক আক্রমণাত্মক মন্তব্য ধেঁয়ে আসছে তাঁর দিকে।
অবশেষে বিতর্ক থামাতে এবার মাঠে নামলেন রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত। সংবাদমাধ্যমে তিনি জানালেন, ‘টানা স্টেজ শো করার পর রূপম খুবই ক্লান্ত ছিল। একটু বিশ্রামের সুযোগও পায়নি। সেই অবস্থায় সবাই এসে সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে।
এ অবস্থায় মেজাজ হারানোটা কি স্বাভাবিক নয়?’
রূপসা বলেন, ‘সবাই রূপমের প্রতিক্রিয়া নিয়ে কথা বলছে, কিন্তু মানুষটার শারীরিক অবস্থার কথা কেউ ভাবছে না। মানুষের মধ্যে মানবিকতা হারিয়ে যাচ্ছে। শিল্পীদের একটু বুঝুন। ভিডিওর কিছুটা অংশই দেখেছেন।
তার আগে ও পরে আমার করা অনুরোধগুলো কেন বাদ দেওয়া হচ্ছে! এটা কি সম্মানহানির জন্য?’
সম্প্রতি স্টেজ পারফরম্যান্সে অনেক ব্যস্ত রূপম। দমদম, মধ্যমগ্রাম, কল্যাণীসহ একাধিক জায়গা রূপম ইসলামের শো ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। এমনকি দর্শক ভিড় সামলাতে এই শোগুলোয় লাঠিচার্জও করা হয়েছে। এত বিপত্তির মাঝে রূপমের এমন ভিডিও রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে। বেশির ভাগে অনুরাগী খেপেছেন গায়কের ওপর।
রোমান্সে ভরপুর উল্লুর নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
তবে কেউ কেউ আবার তাঁর সমর্থনেও আওয়াজ তুলছেন। অবশেষে রূপমের স্ত্রীর এই বক্তব্য অনুরাগীদের অভিমান কতটা কমাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।