বিনোদন ডেস্ক : মুখোমুখি তর্ক না হলেও খানদের নিয়ে নানান সময়ে নানান ‘কটূক্তি’ করেন কঙ্গনা রানাওয়াত। এছাড়া বিভিন্ন ইন্টারভিউ বা টুইটে বলে থাকেন যে ‘স্টারকিড’দের একদম পছন্দ করেন না তিনি।
‘নেপোটিজম’-এর বিরুদ্ধে সবসময়েই সোচ্চার তিনি। পছন্দ করেন না বলিউড পার্টিও! আর সেই কঙ্গনাই কিনা এলেন সালমানের ভগ্নীপতি আয়ুশ শর্মার জন্মদিনের অনুষ্ঠানে! তবে কি বলিউডে টিকে থাকতে সালমানের মন জয়ের চেষ্টা করছেন তিনি?
সাংবাদিকদের প্রশ্নও এড়িয়ে গেলেন না। বললেন, ‘সালমানকে কে অপছন্দ করে! আমি কখনও কি বলেছি ওকে পছন্দ করি না?
হঠাৎ এই ভোল পাল্টে যাওয়া কঙ্গনাকে দেখে তাই অনেকেই হতবাক। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) গভীর রাতে মুম্বাইতে বসেছিল সালমানের ভগ্নীপতি আয়ুষ শর্মার জন্মদিনের আসর। সেখানে খান পরিবারের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকাও। তাদের প্রত্যেকেই সালমানের ঘনিষ্ঠ।
সেই পার্টিতেই সবাইকে চমকে দিয়ে উপস্থিত ছিলেন কঙ্গনা। সেই ছবি আর ভিডিও নিয়ে এখন নানা কথা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পার্টিতে লাল রঙের বডিকন পোশাক পরেছেন কঙ্গনা। মিডিয়ার সাথেও আন্তরিক আচরণ করেছেন, ছবি তুলেছেন।
উল্লেখ্য, কঙ্গনাই প্রথম ‘নেপোটিজম’ নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন। সেই কঙ্গনাই আবার আয়ুশের জন্মদিনে এলেন, যে কিনা সালমানের হাত ধরে বলিউডে এসেছে। কঙ্গনার এমন পরিবর্তনে সবাই প্রশ্ন তুলছে। তাহলে কি সালমানকে খুশি করার জন্যই পার্টিতে এসেছেন কঙ্গনা?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।