বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। অভিনয় ক্যারিয়ারে চার দশকের বেশি সময় পার করেছেন। দীর্ঘ এই জার্নিতে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই শিল্পী। বিনিময়ে পেয়েছেন মানুষের মুঠো মুঠো ভালোবাসা, অর্থ, যশ-খ্যাতি।
প্রতিটি সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন চিরঞ্জীবী। তার পরবর্তী সিনেমা ‘ভোলা শঙ্কর’। তবে এ সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না বরেণ্য এই অভিনেতা।
টলিউড ডটনেট-কে একটি সূত্র বলেন— ‘‘ভোলা শঙ্কর’ সিনেমা মুক্তির পর যদি লাভের মুখ দেখে, তবে লভ্যাংশ নেবেন চিরঞ্জীবী। আলাদা করে কোনো পারিশ্রমিক নেবেন না তিনি। এ অভিনেতার সর্বশেষ দুটো সিনেমা ‘গডফাদার’ ও ‘ওয়ালটেয়ার ভিরিয়া’। দুটো সিনেমাই মুক্তির পর সুপারডুপার হিট হয়েছে। ‘ভোলা শঙ্কর’ সিনেমারও চাহিদা অনেক। এরই মধ্যে সিনেমাটির থিয়েট্রিক্যাল স্বত্ত্ব মোটা অঙ্কের টাকায় বিক্রি হয়েছে।’’
তামিল ভাষার ‘ভেদেলাম’ সিনেমার রিমেক ‘ভোলা শঙ্কর’। ‘ভেদেলাম’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অজিত কুমার ও শ্রুতি হাসান। অজিত কুমার ও শ্রুতি হাসানের চরিত্র রূপায়ন করেছেন চিরঞ্জীবী ও তামান্না ভাটিয়া। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে কীর্তি সুরেশকে।
মেহের রমেশ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— ব্রহ্মানন্দ, শ্রীলীলা, মুরালি শর্মা, রঘু বাবু, তরুণ আরোরা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।