আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বৃহত্তম দ্বীপ হাওয়াইয়ে থাকা বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মাওনা লোয়া বিস্ফোরিত হওয়ার সংকেত দিচ্ছে। দ্বীপের কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে এ তথ্য জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন, অগ্ন্যুৎপাত শুরু হলে আশপাশের বাড়িগুলোতে লাভা পৌঁছাতে মাত্র কয়েক ঘণ্টা সময় লাগবে। ১৯৮৪ সালে মাওনা লোয়ায় শেষবার অগ্ন্যুৎপাত হয়েছিল।
বিজ্ঞানীরা বলছেন, অগ্ন্যুৎপাত খুব শিগগির শুরু হওয়ার আশঙ্কা নেই। তবে আগ্নেয়গিরির চূড়ায় সাম্প্রতিক ভূমিকম্পের কারণে তারা সতর্ক রয়েছেন।
এদিকে সম্ভাব্য জরুরি অবস্থার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সে সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করতে দ্বীপজুড়ে বৈঠক করছে হাওয়াইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি। তারা বাসিন্দাদের একটি ব্যাগে খাবারসহ সব প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া বাড়ি ছাড়তে হলে থাকার জায়গা নির্ধারণ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পুণরায় মিলিত হওয়ার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
হাওয়াই কাউন্টি সিভিল ডিফেন্সের প্রশাসক তালমাজ ম্যাগনো বলেছেন, ‘সবাইকে আতঙ্কিত করার দরকার নেই, তবে তাদের সচেতন করতে হবে যে আপনারা মাওনা লোয়ার ঢালে বাস করছেন। কারণ এখানে লাভা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। ‘
ম্যাগনো আরো বলেন, হাওয়াই দ্বীপের স্থলভাগের ৫১ শতাংশজুড়ে আগ্নেয়গিরিটি রয়েছে। তাই অগ্ন্যুৎপাত হলে দ্বীপের একটি বড় অংশ প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
হাওয়াই দ্বীপটিতে কয়েক দশক ধরে বড় ধরনের উন্নয়ন হয়েছে। ১৯৮০ সালে এখানে ৯২ হাজার মানুষ বসবাস করত। যা দ্বিগুণ হয়ে বর্তমানে দুই লাখে দাঁড়িয়েছে। ৩৮ বছর আগে যখন মাওনা লোয়া শেষবার বিস্ফোরিত হয়েছিল তখন এখনকার জনসংখ্যা অনেক কম ছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের অংশ হাওয়াইয়ান আগ্নেয়গিরি পর্যবেক্ষক বলেছে, মাওনা লোয়া গত মাসের মাঝামাঝি থেকে ‘চরম অস্থিরতার’ মধ্যে রয়েছে। এ সময় এর চূড়ায় ভূমিকম্পের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সূত্র : এপি নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।