অনেকে লক্ষ্য করেছেন, মোবাইল ডাটা ব্যবহার করার সময় কল এলে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজের সময় এটি সত্যিই বিরক্তিকর হয়ে ওঠে। তবে ফোনের একটি সহজ সেটিংস চালু করলেই এই সমস্যার সমাধান সম্ভব।
আধুনিক স্মার্টফোনে থাকা VoLTE (Voice over LTE) ফিচার চালু থাকলে কলের সময়ও মোবাইল ইন্টারনেট চালু থাকে। প্রায় সব Samsung, OnePlus সহ আধুনিক স্মার্টফোনে এই সুবিধা রয়েছে।
Samsung বা OnePlus ফোনে VoLTE চালু করার পদ্ধতি
১. ফোনের Settings এ যান
২. Connections এ ক্লিক করুন
৩. Mobile networks এ প্রবেশ করুন
৪. VoLTE calls অপশনটি খুঁজুন
৫. সিম ১ এবং সিম ২ উভয়ের জন্য আলাদাভাবে চালু করুন
এরপর মোবাইল ডাটা চালু রেখে কল করলে আর ইন্টারনেট বন্ধ হবে না। ফলে কলের সময়ও সহজেই ফেসবুক, গুগল বা অন্যান্য অ্যাপ ব্যবহার করা যাবে।
Redmi Note 15 Pro+ : প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ স্মার্টফোন, চমকপ্রদ ফিচারসহ লঞ্চের অপেক্ষায়
যদি ফোনে VoLTE অপশন না দেখায়?
যদি OnePlus বা অন্যান্য ফোনে VoLTE অপশন সরাসরি না দেখা যায়, তাহলে ব্যবহার করা সিমের মোবাইল অপারেটরের হেল্পলাইনে কল করে সার্ভিস চালু করতে হবে। যেমন—Airtel সিম ব্যবহার করলে Airtel হেল্পলাইনে ফোন করে VoLTE চালু করতে হবে। একবার সক্রিয় হলে আর কলের সময় ডাটা বন্ধ হওয়ার ঝামেলা থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।