আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভারতে রাজধানীর পাশাপাশি উত্তর ভারতের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে । ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী দিল্লিসহ উত্তর ভারতের কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। জানা গেছে, জম্মু কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রামে থেকে ১৮ কিলোমিটার দূরে, ৩০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছে। মঙ্গলবার দিল্লির পাশাপাশি জম্মু ও কাশ্মীরে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দিল্লি ছাড়াও পাঞ্জাব এবং হরিয়ানাতে অনভূতি হয়েছে কম্পন। টুইট করে ভূমিকম্পের বিস্তারিত রিপোর্ট দিয়েছে ন্যশানাল সেন্টার ফর সিসমোলজি। টুইটে জানানো হয়েছে ভূমিকম্প হয় মঙ্গলবার দুপুর ১টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে।
উল্লেখ্য, দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবে অনুভূত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুধু ভারত নয়, এই কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান এবং চীনেও।
সূত্র: এবিপি আনন্দ
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, আঘাত হানবে যেখানে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।