ভরা বাজারে উদ্দাম ড্যান্স তরুণীর, যা করলেন অটোচালক যুবক

উদ্দাম ড্যান্স তরুণীর

বিনোদন ডেস্ক : এক টুইটার গ্রাহক বলেছেন, “তরুণীর পিছনে যে ব্যক্তি ছিলেন, তিনি তরুণীর তুলনায় অনেক ভাল নেচেছেন।” আবার এক জন লিখেছেন, “আমি ওই ঘটনাস্থলে থাকলে হাসতে হাসতে মরেই যেতাম।” ভরা বাজারের মাঝে সুস্মিতা সেনের জনপ্রিয় ‘দিলবর’ গানের তালে নাচছিলেন এক তরুণী। কিন্তু ঠিক একই কাজ করে সব আকর্ষণ কেড়ে নিলেন এক অটোচালক!

উদ্দাম ড্যান্স তরুণীর

জানা গিয়েছে, ওই তরুণী এক জন প্রভাবী। নানা রকম নাচের রিল তৈরি করে সমাজমাধ্যমে ছাড়েন। এ বার রিলের জন্য তিনি বেছে নিয়েছিলেন বাজার। সবাই তখন কেনাকাটায় ব্যস্ত।

হঠাৎই তরুণী ভরা বাজারে নাচা শুরু করলেন ‘দিলবর’ গানের তালে। কিন্তু তাঁকে যে অন্য এক জন অনুকরণ করছেন, সেটা খেয়ালই করেননি তরুণী। তাঁর ঠিক পিছনেই তরুণীর নাচের ভঙ্গিমাকে প্রায় নকল করছিলেন এক অটোচালক। ভিডিয়োটি ভাইরাল হতেই তরুণীর নাচকে টেক্কা দিয়ে নেটিজেনদের নজর কেড়ে নিয়েছেন ওই অটোচালক।

পছন্দের ইউটিউবারের সঙ্গে দেখা করতে সাইকেলে করে ২৫০ কিমি পাড়ি দিলো কিশোর

ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ‘চিলড যোগী’ নামে একটি টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিয়ো শেয়ার হতেই নানা রকম প্রতিক্রিয়া এসেছে। এক টুইটার গ্রাহক বলেছেন, “তরুণীর পিছনে যে ব্যক্তি ছিলেন, তিনি তরুণীর তুলনায় অনেক ভাল নেচেছেন।” আবার এক জন লিখেছেন, “আমি ওই ঘটনাস্থলে থাকলে হাসতে হাসতে মরেই যেতাম।”