বিনোদন ডেস্ক : টলিউড কুইন বলা হয়ে থাকে কোয়েল মল্লিককে। তাঁকে ট্রোল করায় অনেকেই প্রতিবাদও করেছেন। তারকা হওয়ার অনেক দিক থাকে। অনেকসময় ভক্তরা আশা করেন তাঁদের প্রিয় তারকা সবকিছু পারবেন। প্রিয় নায়ক বা নায়িকা কিছু পারেন না দেখলে তাঁদের খারাপ লাগে। তখন ভক্তরা রিয়্যাক্ট করেন। তেমনই ঘটেছে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এর সঙ্গে। বেসুরো গান গাওয়ার জন্য ট্রোল হলেন তিনি।
২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমায় জিৎ এর বিপরীতে তিনি নায়িকা হিসেবে টলিউডে ডেবিউ করেন করেন। এরপর একে একে ‘শুভদৃষ্টি’, ‘দেবীপক্ষ’, ‘বেশ করেছি প্রেম করেছি’, ‘দুই পৃথিবী’, ‘সাত পাকে বাঁধা’, ‘বন্ধন’, ‘মন মানে না’, ‘পাগলু’, ‘প্রেমের কাহিনী’, ‘বলো না তুমি আমার’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ‘হেমলক সোসাইটি’, ‘অরুন্ধুতী’, ‘ছায়া ও ছবি’, ‘ঘরে অ্যন্ড বাইরে’, ‘শেষ থেকে শুরু’, ‘বনি’ প্রভৃতি অন্য ঘরানার ছবিও তিনি করেছেন।
সম্প্রতি ASHIRBAD STUDIO OFFICIAL ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা একটা ভিডিওতে কোয়েলকে বেসুরো গাইতে দেখা গেছে। এই ভিডিওতে পূর্বচড়া গ্রামীণ মেলা ও বসন্ত উৎসব-এর মঞ্চে অভিনেত্রীকে ‘পাগলু থোড়া সা করলে রোম্যান্স’ এবং “১০০ % লাভ” (100% LOVE) গাইতে দেখা গিয়েছে। লাল-সোনালী রঙের ঝলমলে পোশাকে, খোলা চুলে কোয়েলকে দেখতে খুব সুন্দর লাগছিল। দর্শকদের অনুরোধে তিনি গান গাইছিলেন।
কোয়েলের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর খুব কম সময়েই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ৮০ লাখের কাছাকাছি মানুষ এই ভিডিওটি দেখেছেন। কমেন্ট বক্সে নেটিজেনরা নানাভাবে ব্যঙ্গ করেছেন কোয়েলের গান নিয়ে। হাসির রিয়্যাকশন দেওয়ার পাশাপাশি কেউ কেউ বলেছেন কোয়েলের গান শুনে তাঁদের কান দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে। কেউ কেউ এমনও বলেছেন যে কোয়েল নায়িকা হিসেবেই ঠিক আছেন, গায়িকা হিসেবে নয়। একজন তো আবার কোয়েলের গান শুনে বলেছেন, ‘গানের ধর্ষণ করে দিল’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।