বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। ’রাজ চক্রবর্তী’ পরিচালনায় শত্রু সিনেমার মাধ্যমে টলিউডেতাঁর পদার্পণ ঘটে। এরপর এক হিট ছবিতে কাজ করে বাংলার মানুষের মনে জায়গা করে নেয় নুসরাত জাহান। ‘খোকা 8২০’, ‘খিলাড়ি’ সিনেমা তাঁর অভিনয় ছিল প্রশংসনীয়।
রাজীব বিশ্বাস পরিচালিত ‘খোকা ৪২০’ সিনেমাটি অত্যন্ত জনপ্রিয় হয় দর্শক মহলে। এই সিনেমায় দেবের বিপরীতে কাজ করেন নুসরাত জাহান। এছাড়া রাজপত্নি শুভশ্রী গাঙ্গুলীও ছিল এই সিনেমাতে। বর্তমানে বসিরহাট লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী নুসরাত জাহান।
সোশ্যাল মিডিয়ায় একসময় চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন নুসরাত জাহান। নিখিল জৈনকে বিয়ে করে শাঁখা-সিঁদুর পড়ে পার্লামেন্টে যাওয়া নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় নুসরাতকে। এরপর তিনি নিখিল জৈনকে বিয়ে করাকে অস্বীকার করেন। নিখিল জৈনের সাথে বিবাহিত জীবনে থাকাকালীন যশের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এমন কি যশের সন্তানকে জন্মও দিয়েছেন নুসরাত। যশ ও নুসরাতের ছেলে ‘ঈশান’। এখন নুসরাত যশের সাথেই সংসার বেঁধেছেন।
অভিনয়ের পাশাপাশি নায়ক নায়িকাদের দর্শকদের মনোরঞ্জনের জন্য দূর দূরান্তে মাচা শো করতে যেতে হয়। সম্প্রতি ফেসবুকে এমনই একটি মাচা শো এর ভিডিও ভাইরাল হয়েছে যেখানে উপস্থিত ছিলেন নুসরাত জাহান। ভিডিওতে দেখা যায় দর্শকদের অনুরোধে নুসরাত গান গাইতে শুরু করেন।
প্রথমে তিনি বিখ্যাত হিন্দি গান ‘তু মেরি প্রেম কি ভাষা’ গাইতে শুরু করেন। এরপর শুরু করেন ‘পাস ও আনে লাগে জারা জারা’ গানটি। পরমুহূর্তেই আবার শুরু করে ‘লাখো হ্যা মাগার তুমসা ইয়া কৌন হাসিন হে’। গানের মাঝখানে নুসরাতকে বলতে শোনা যায় তিনি হাঁপিয়ে গেছেন। এরপর তিনি কিছু কথা বলে সেখানে উপস্থিত ছেলেদের উদ্দেশ্যে একটি গান শুরু করেন। ‘মেরে হোটো পে এক তেরে সিবা কোই নাম নেহি’ গানটি শুরু করেন তিনি।
‘আগমনী স্টুডিও লাইভ’ ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। ৫০ লক্ষ মানুষ ভিডিওটি এখনো পর্যন্ত দেখে ফেলেছেন ফেসবুকে। ২১৬ হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন এবং ১২ হাজারের বেশি কমেন্ট পড়েছে ভিডিওটিতে। অধিকাংশ নেটিজেন বেসুরো গলায় গান গাওয়ার জন্য নুসরাতকে নিয়ে কটাক্ষ করেছেন। ঠিকমতো গানের চর্চা না করে এভাবে গান গাওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।