ভরা মঞ্চে নোংরা কাজের শিকার হলেন শ্বেতা তিওয়ারী

শ্বেতা তিওয়ারী

বিনোদন ডেস্ক : হিন্দি টেলিভিশন জগৎ’এর অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। ১৯৯৯ সালে বিজ্ঞাপনের সূত্র ধরেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। নয় নয় করে বেশ অনেকগুলো বছরই এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে এতদিন পরেও নিজের রূপ ও ফিটনেস রীতিমতো ধরে রেখেছেন তিনি। ৪২ বছর বয়সেও তাকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা রীতিমতো কঠিন, তা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

শ্বেতা তিওয়ারী

বলাই বাহুল্য, এখনো দর্শকমহলে অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা নেহাতই কম নয়। ১৯৯৯ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত অভিনেত্রী হিসেবে সক্রিয় তিনি। টেলিভিশনের পর্দায় এখনো মুখ্য ভূমিকায় দেখা মেলে তার। উল্লেখ্য, এই মুহূর্তে জি টিভির পর্দায় ‘অপরাজিতা’ ধারাবাহিকে হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মানব গোহিলের বিপরীতে দেখা মিলছে অভিনেত্রীর। এই ধারাবাহিক অল্পসময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে।

তবে এই মুহূর্তে নিজের অভিনয়ের সূত্র ধরে নয়, ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরেই চর্চিত অভিনেত্রী। অভিনেত্রীর পাশাপাশি নাম উঠে এসেছে অন্যতম জনপ্রিয় অভিনেতা সৌরভ রাজ জৈনেরও। বেশিরভাগ দর্শকমাঝে তিনি ছোটপর্দার মহাভারতের কৃষ্ণ হিসেবেই পরিচিত। তবে এবার তার উপরেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রীর ভক্তমহলের একাংশ। এমন কি করেছেন অভিনেতা? রইল ঝলক।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউবের ‘পি আর বলিউড’ থেকে তিন সপ্তাহ আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে যেটি দশহাজারের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই ভিডিওতে কোন এক অনুষ্ঠানে একসাথে উপস্থিত থাকতে দেখা গিয়েছে শ্বেতা তিওয়ারি ও সৌরভ রাজ জৈনকে।

OMG! Shweta Tiwari was Touched Inappropriately while dancing, video went viral

সম্ভবত নিজেদের কোন কাজের প্রচারে সেখানে গিয়েছিলেন তারা। আর সেখানেই মঞ্চে একে অপরের সাথে রোমান্টিক পারফর্ম্যান্স দিয়েছিলেন এই দুই তারকা। আর তখনই একাধিকবার অভিনেত্রীর কোমরে হাত দিয়েছেন সৌরভ। সেই দৃশ্যই পছন্দ হয়নি অভিনেত্রীর ভক্তমহলের একাংশের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতার উপর। তাদের কথায়, বারবার অভিনেত্রীকে স্পর্শ করা উচিৎ হয়নি তার।

তবে মঞ্চে রয়েল ব্লু রঙের শর্ট ড্রেসে বেজায় নজর কেড়েছিলেন অভিনেত্রী। নিজের বোল্ড লুকের জন্য দীর্ঘসময় ধরেই মিডিয়ার পাতায় চর্চিত শ্বেতা তিওয়ারি। এদিন অভিনেতাকেও দেখা গিয়েছিল সাদা পোশাকে। নিঃসন্দেহে বলা চলে এদিন তিনিও নজর কেড়েছিলেন মিডিয়ার।

অবশেষে জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী

মঞ্চে একে অপরের সাথে বেশ উপভোগ করেই পারফর্ম করতে দেখা যাচ্ছিল শ্বেতা ও সৌরভকে। তারকা জগতের সদস্য হওয়ার সুবাদে এমন একাধিক অনুষ্ঠানে যেতে হয় তাদের। এমন ধরনের পারফর্ম্যান্সও তাদের কাছে খুব নতুন কিছু নয়। এটিও তাদের কাজের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে নেটনাগরিকদের একাংশের কিংবা অভিনেত্রীর ভক্তমহলের একাংশের এই অযথা ক্ষোভ প্রভাব ফেলেনি এই দুই তারকার উপর। তবে তাদের পুনরায় চর্চার আলোয় তুলে এনেছে মিডিয়ার পাতায়।