ভরা মঞ্চে রাশমিকার সঙ্গে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুপারস্টার গোবিন্দা

গোবিন্দা

বিনোদন ডেস্ক : গত বছরে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘পুষ্পা’র জনপ্রিয়তা আজও বহাল। যে ছবির প্রতিটি গান থেকে সংলাপ আজও বিখ্যাত। বিশেষত তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন এবং অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার অসাধারণ অভিনয় যেন সবকিছুর উর্ধে চলে গিয়েছিল।

গোবিন্দা

সেই কারণেই তাঁদের জনপ্রিয়তা শুধু দেশেই অব্যাহত নেই, রয়েছে বিদেশেও। পুষ্পার সাফল্যের জন্যে রশ্মিকা এবং আল্লুর এখন দেশ জুড়ে নামডাক। আল্লুর মতো না হলেও রশ্মিকার প্রসার এখন বলিউড পর্যন্তও বিস্তৃত হয়েছে। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর অভিনীত বলিউড চলচ্চিত্র ‘গুডবাই’।

যেখানে তিনি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার দেখেই রশ্মিকা ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বলিউডে নায়িকার প্রথম ছবি বলে কথা। এই ছবির প্রচারে এখন বিভিন্ন রিয়্যালিটি শোয়ের মঞ্চেও নায়িকার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সম্প্রতি তিনি এসেছিলেন, জি টিভির পপুলার ডান্স রিয়্যালিটি শো ‘‘ডিআইডি সুপার মমস ৩’।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। যেখানে অতিথি বিচারকের তালিকায় ছিলেন ডান্সিং লেজেন্ড অভিনেতা গোবিন্দাও। যিনি বলিউডের ডান্সিং কিংবদন্তি হিসেবেই পরিচিত, তাঁর অভিনয় থেকে নাচ সবটাই মানুষের মুখে মুখে ফেরে।

তাঁর অনুগামীদের কাছে তিনি ‘দুলহে রাজা’ নামেই পরিচিত। এদিকে রশ্মিকাও এখন ন্যাশনাল ক্রাশ। তাই দুই তারকার একসঙ্গে দেখা মেলা সে কী মুখের কথা নাকি! সম্প্রতি এই শোয়ে এসে দুজনেই একে অপরের গানের সঙ্গে তুমুল নাচলেন। যা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। পুষ্পা ছবিরই রশ্মিকা অভিনীত ‘সাম্মি সাম্মি’ গানের সঙ্গে তাল তুললেন দুজনা।

ডিভোর্স পার্টির পরদিন মোবাইলে মেসেজ, বদলে গেল তরুণীর ভাগ্য

এই গানে দেওয়া সোশ্যাল বিখ্যাত হুক স্টেপের সঙ্গেই রশ্মিকা ও গোবিন্দা অসাধারণ নাচলেন। অন্যদিকে গোবিন্দা অভিনীতও একটি জনপ্রিয় গানের সঙ্গে তাল মেলালেন রশ্মিকা। এদিন রশ্মিকা সেজেছিলেন একটি সোনালী বর্ণের লেহেঙ্গা চোলি এবং গোবিন্দার পরনে ছিল কালো বর্ণের জামা-প্যান্ট। দুজনের অসাধারণ নাচ দেখে এদিন মুগ্ধ হয়ে গেলেন উপস্থিত প্রতিযোগী, বিচারক থেকে নেটিজেনরাও।