ভরা মঞ্চে উদ্দাম বেলি ড্যান্স দিয়ে ঝড় তুললো নোরা ফাতেহি

নোরা ফতেহি

বিনোদন ডেস্ক : কানাডিয়ান নৃত্যশিল্পী নোরা ফতেহি । সারা ভারতবর্ষে তাঁর অসামান্য বেলি ডান্সের মাধ্যমে তুমুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন। মঞ্চে তাঁর তুখর বেলি ডান্সে মজে আছেন আপামর ভারতীয়। গোটা বলিউড তাঁর হট মুভমেন্টে মেতে ওঠে।

নোরা ফতেহি

সম্প্রতি এহেনও একজন বেলি ডান্সার উপস্থিত হয়েছিলেন ‘ইন্ডিয়ান বেস্ট ডান্সার সিজন টু’ রিয়ালিটি মঞ্চে। আর সেখানেই প্রতিযোগী সৌম্যা কম্বলের সাথে অসাধারণ যুগলবন্দিতে কোমর দোলাতে দেখা গিয়েছিল নোরাকে।

এমনিতেই অসামান্য সৌন্দর্য, দুর্দান্ত ফ্যাশন সেন্স এবং তুখর নৃত্য ভঙ্গিমার জন্য সর্বদাই লাইমলাইটে থাকেন নৃত্যশিল্পী নোরা ফাতেহি। আর এই দিন সৌম্যার সাথে হট পারফরম্যান্স দেখে রীতিমতো তাক লেগে গেছে নেটিজেনদের।

নেহা কক্কড়ের গাওয়া ‘সত্যমেব জয়তে’ সিনেমার ‘দিলবর’ গানে অসাধারণ ভঙ্গিমায় নেচে সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছিলেন নোরা ফাতেহি। বেশ অনেকদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত এই গানের জনপ্রিয়তা অটুট রয়েছে। একটি রিয়্যালিটি শো-এর মঞ্চে এই গানেই কোমর দোলাতে দেখা গিয়েছিল নোরা এবং সৌম্যাকে।

Nora Fatehi ने Saumya Kamble के साथ नाँच कर Stage पर आग लगा दिया । India

ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি ১১ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। এছাড়া অজস্র নেটিজেন ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসায় ভরা মন্তব্য করছেন। এই দিন মঞ্চে আকাশি রঙের পোশাকে নোরার বেলি ডান্স দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। এছাড়া সৌম্যার ব্রেক ডান্সও ছিল দেখার মতো। এককথায় দুই পটু নৃত্য শিল্পীর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা।

গভীর রাতে ক্যাটরিনাকে ছেড়ে যার প্রেমে মজলেন ভিকি

তবে দর্শকদের পাশাপাশি রিয়্যালিটি শো ‘ইন্ডিয়া’জ বেস্ট ডান্সার সিজন টু’ এর বিচারকেরা তথা টেরেন্স লুইস, গীতা মা এবং অভিনেত্রী মালাইকা অরোরা ও অত্যন্ত খুশি হয়েছেন এই পারফরম্যান্স দেখে। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে বিচারকের স্থানে রয়েছেন নোরা ফতেহি নিজেও।