ভরাডুবির মাঝে নিজ আসন ধরে রাখলেন সুনাক

Sunak

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে। দলটির সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসসহ একাধিক মন্ত্রী এবারের নির্বাচনের ধরাশায়ী হয়েছেন। এই পরিস্থিতির মধ্যে নিজের আসনটি ধরে রাখতে পেরেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

Sunak

যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির।

কনজারভেটিভ পার্টির পরাজয় মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী সুনাক। রিচমন্ড অ্যান্ড নর্থ অ্যালারটন আসনের পার্লামেন্ট সদস্য সুনাক। এবারের নির্বাচনে আসনটি তিনি হারাতে পারেন বলে পূর্বাভাস পাওয়া গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সুনাক তার আসনে জিতে নিজের মুখ রক্ষা করেছেন।

আসনটিতে সুনাক ২৩ হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিপক্ষ লেবার পার্টির প্রার্থী টম উইলসন পেয়েছেন ১০ হাজার ৮৭৪ ভোট।

এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক। রিচমন্ড এবং নর্দান অ্যালারটনে সমর্থকদের উদ্দেশে সুনাক বলেন, এবারের নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করেছে। দলটির এ সাফল্যের জন্য আমি কেয়ার স্টারমারকে অভিনন্দন জানাতে ফোন করেছিলাম। এবারের নির্বাচনের মধ্যদিয়ে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে। এটি এমন কিছু, যা আগামী দিনে আমাদের দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি আমাদের সবাইকে আস্থা এনে দেবে।

এদিকে, জয়ের পর লন্ডনে লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার বলেছেন, ‘পরিবর্তন এখন থেকেই শুরু হলো।’ উচ্ছ্বসিত জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আনন্দিত।’

রাস্তার ধারে গাছগুলিতে সাদা রঙ করা হয় কেন, ৯০% মানুষ ভুল উত্তর দেন

লেবার পার্টির নেতা আরও বলেন, আমরা পেরেছি। আপনারা এর জন্য প্রচারণা চালিয়েছেন, লড়াই করেছেন, ভোট দিয়েছেন এবং এখন সেটি আমাদের হাতে এসেছে। এখান থেকেই পরিবর্তনের সূচনা হলো।