জুমবাংলা ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য পৃথক ৪টি দরপত্রের মাধ্যমে ১৬ হাজার মেট্রিক টন মসুর ডাল, ৮ হাজার মেট্রিক টন চিনি ও ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৫০ হাজার মেট্রিক টন গম কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে কমিটির সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৬ হাজার (+৫%) মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ মসুর ডাল সংগ্রহ করা হবে। বগুড়ার রায় অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড এ ডাল সরবরাহ করবে। প্রতি কেজি ১০৪.৯০ টাকা হিসেবে এতে মোট ব্যয় হবে ৬২ কোটি ৯৪ লাখ টাকা।
সভায় আরেকটি স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার (+৫%) মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান (১) ইজি জেনারেল টেড্রিংয়ের কাছ থেকে ৬ হাজার মে.টন এবং (২) নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে ৪ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ১০৪.৪৪ টাকা হিসেবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৪৪ লাখ টাকা।
এছাড়াও স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন (+৫%) চিনি কেনার একটি প্রস্তাবে কমিটি অনুমোদন দিয়েছে বলে অতিরিক্ত সচিব জানান। স্থানীয় প্রতিষ্ঠান এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ এ চিনি সরবরাহ করবে। প্রতি কেজি চিনি ১৩৪.৫০ টাকা হিসেবে ৮ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ১০৭ কোটি ৬০ লাখ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত পুনঃদরপত্র পদ্ধতিতে ৫০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে সোনারগাঁও সীডস ক্রাশিং মিলস লিমিটেড এই সয়াবিন তেল সরবরাহ করবে। প্রতি লিটার ১৫৫.৯৭ টাকা হিসেবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা।
গরু বা ছাগল নয়, ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জোড়া সিংহী, ভাইরাল ভিডিও
তিনি বলেন, সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের প্যাকেজ-৯ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ২০২৩-২০২৪ অর্থবছরে খাদ্যশস্যের নিরাপত্তা মজুদ সুসংহত করার লক্ষ্যে ৫০ হাজার (+৫%) মেট্রিক টন গম আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে পাঁচটি দরপত্র জমা পড়ে। তার মধ্যে চারটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স গ্রেইন ফ্লাওয়ার ডিএমসিসি, ইউএই এই গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ২৭৯.৯৫ মার্কিন ডলার হিসেবে ব্যয় হবে ১ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৫০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা)। প্রতি কেজি গমের দাম পড়বে ৩০.৭৯৪৫ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।