বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে ভোটের মাঠের টিকে রয়েছেন ৫৩ প্রার্থী। রবিবার ১১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এদিন সন্ধ্যায় বাকি প্রার্থীদের নাম প্রকাশ করেছেন।
Advertisement
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, মোট ৬৪ প্রার্থীর মধ্যে বিভিন্ন দল ও স্বতন্ত্র ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে সাতটি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
এর মধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনে লড়ছেন আলোচিত বাংলাদেশ কংগ্রেসের আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বীরা হলেন- জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, স্বতন্ত্র জিয়াউল হক ও স্বতন্ত্র মোশফিকুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।