বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বাবাকে জেতাতে ভোটের মাঠে নামছেন বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা।
এদিকে মমতা ব্যানার্জির প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণার পর থেকেই সোনাক্ষীকে দেখার আশায় বুক বেঁধেছেন আসানসোলের বাসিন্দারা। এরইমধ্যে দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে, এবার শুধু রাস্তায় নেমে প্রচার করা বাকি।
প্রথমে বিজেপিতে ছিলেন শত্রুঘ্ন সিনহা। আর তাই তৃণমূলের প্রার্থী হওয়ায় তাকে কটাক্ষ করতে ছাড়েনি ক্ষমতাসীন দল। ইতোমধ্যে তাকে ‘বহিরাগত’, ‘বিহারি বাবু’র তকমা দিয়েছেন অনেকেই।
তবে শত্রুঘ্নর দাবি তিনি দেশের সেবা করছেন। তিনি ভারতেই জন্মেছেন, তাই ‘বহিরাগত’ শব্দটা কোনোভাবেই মানেন না তিনি।
অভিনেতার ভাষ্য, ‘আমাদের মতো যারা আছেন, তারা অল ইন্ডিয়া ফিগার। আমরা যে খ্যাতি পেয়েছি তাতে পুরো ভারতের ভূমিকা রয়েছে। সে খ্যাতিতে অন্ধ্র, তামিলনাড়ু, বিহার কিংবা বাংলা, সব রাজ্যের সমান অবদান রয়েছে। এটা একটাই দেশ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।