ভোট ডাকাতির মামলায় জাপার সাবেক এমপি টিপু তিন দিনের রিমান্ডে

mp tipu

জুমবাংলা ডেস্ক : ভোট ডাকাতির মামলায় বরিশাল-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তানভীর রহমান রিমান্ড মঞ্জুর করেন বলে জিআরও খাদিজা বেগম জানিয়েছেন।

mp tipu

এর আগে ইউনিয়ন বিএনপির এক নেতার করা মামলায় গত ৮ ডিসেম্বর একই আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। একই দিন তার জামিনের আবেদন করেন আইনজীবীরা।

জিআরও খাদিজা বেগম জানান, জামিন ও রিমান্ড শুনানীর দিন ধার্য্য ছিলো মঙ্গলবার। বিচারক শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ২১ নভেম্বর বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বরিশাল-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টিপুকে প্রধান আসামী করে নামধারী ১১ ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করে মামলা করে।

বাবুগঞ্জ থানায় করা মামলায় বরাতে জিআরও বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের ‘ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে সকাল ১০টার দিকে আসামিরা রামদা, লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এ সময় বিএনপি দলীয় প্রার্থীর এজেন্টদের মারধর করে। পরে ভোট কেন্দ্রে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এছাড়া মামলার বাদী আনোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ভোটকেন্দ্র দখল করে। পরে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর ব্যালট পেপারে সিল মেরে তাকে অবৈধভাবে সংসদ সদস্য নির্বাচিত করেন।

২য় ম্যাচে পাত্তাই পেল না টাইগাররা, ১০ বছর পর সিরিজ জয়

এ অভিযোগে করা ওই মামলার নামধারী অন্য আসামীরা হলেন-একই আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী এমদাদুল হক দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, উপজেলার সাবেক চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মিলন, মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, রিয়াজ সরদার, মাধবপাশা ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. সোহেল সরদার।