বিনোদন ডেস্ক : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য ঘোষনা করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
উপনির্বাচনের পরিবেশ নিয়ে হিরো আলম জানান, অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য অবশ্যই প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। প্রতিটি কেন্দ্রে যাতে কড়া নিরাপত্তা থাকে, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।
এসময় তিনি বগুড়ার আঞ্চলিক ভাষা বলেন, “গ্যাবা দিমু, বেবাককে টাসকি ল্যাগা দিমু।” হিরো আলম আরো জানান, দুটি নির্বাচনী এলাকা গাড়িতে কিংবা পায়ে হেঁটে জনসংযোগ করা সম্ভব হবে না। তাই একইদিনে যাতে অনেকগুলো জনসভা করা যায় সেজন্যই হেলিকপ্টার ভাড়া নিয়ে নির্বাচনী মাঠে থাকতে চাই।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তী সময়ে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।