ভোটের ফল যা হবে মেনে নেব আমি আর দিদি : রচনা ব্যানার্জি

Rachna Banerjee

বিনোদন ডেস্ক : ভোটের ফল যা-ই হোক, জনগণের মতই শিরোধার্য। সেটাও তিনি মেনে নেবেন। তার নেত্রীও মেনে নেবেন। লোকসভা ভোটের ফল প্রকাশের আগের দিন গণনাকেন্দ্র ঘুরে এই মন্তব্য করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি।

Rachna Banerjee

তিনি বলেন, সবার উপরে মানুষ সত্য।

হুগলি এইচআইটি কলেজে ভোটগণনা হবে হুগলি লোকসভা কেন্দ্রের। সোমবার সন্ধ্যায় তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি সেই গণনাকেন্দ্র ঘুরে দেখেন। নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন।

দেশ বিক্রি করতে চেয়েছিলেন যুবক, দামও উঠেছিল নিলামে

তিনি বলেন, দুই মাস ধরে প্রচার করেছি। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক অভিজ্ঞতা হয়েছে। ভোট গণনার আগে নতুন একটা অভিজ্ঞতা তো বটেই। তবে আজ অনেকটা রিলাক্স লাগছে। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে। ভোট মেটার পর তো ছুটি পাইনি।

সূত্র: আনন্দবাজার