জুমবাংলা ডেস্ক : নড়াইল-২ আসনের বিভিন্ন কেন্দ্রে জোর করে ব্যালটে সিল মারা ও এজেন্টদের বের করে দেয়ার নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান।
রবিবার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শেখ হাফিজুর রহমান বলেন, বেলা ১২টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট হলেও, এরপরে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা থেকে নৌকার সমর্থকদের তাণ্ডব শুরু হয়।
এছাড়া নির্বাচনী এলাকার বেশীরভাগ কেন্দ্রে জোর করে ব্যালটে সিল ও কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। এ বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। তাই ভোট বর্জন করলাম।
কোন জিনিস ছেলে বা মেয়ে যতই পরিষ্কার করুক না কেন কালোই থাকবে
এ সময় জাতীয় কৃষক সমিতির জেলা শাখার সভাপতি মো. নওরোজ, যুবমৈত্রী নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক পারভেজ আলমসহ ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।