জুমবাংলা ডেস্ক : সাকিব আল হাসান ঘুরছেন কেন্দ্রে কেণ্দ্রে। খোঁজ নিচ্ছেন ভোটের সার্বিক অবস্থার। আর হঠাৎ করে দেখা হয় সাকিবের সঙ্গে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের। বিনিময় করেন। এরপরই সাকিবকে জিজ্ঞেস করেন, ‘তুমি ভোট দিয়েছো’? বিনয়ের সাথে ‘হ্যা’ উত্তর দেন সাকিব। এমপি সাইফুজ্জামান শিখর আরও বলেন, সবসময় প্রথম ভোট আমিই দিই’।
এসময় সাকিব কিছুটা দূরে দাঁড়িয়ে থাকায় তাকে কাছে ডেকে নেন শিখর। এরপর একপাশে সাকিব আর আরেক পাশে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহকে সঙ্গে নিয়ে ছবি তোলেন।
এর আগে, ভোট শুরু হতে সকালেই দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা মাশরুর রেজা ও বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
ভোট প্রদান শেষে গণমাধ্যমের সামনে সাকিব বলেন, ভোটাররা তাদের প্রতিনিধি চয়েজ করবে আগামী ৫ বছরের জন্য। আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি, এখন মানুষের ওপর বাকিটা নির্ভর করছে। তবে জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী। আমি চেষ্টা করব বেশিরভাগ নির্বাচনী সেন্টারে যেতে।
তিনি আরও বলেন, আমি মনে করি, ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগণ্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেকদূর এগোতে পারব।
উল্লেখ্য, সাকিবের আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন– বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কেএম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
তবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিপক্ষে তেমন কোনো শক্ত প্রতিপক্ষ নেই। অনেক জেলায় আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করলেও সাকিবের আসনে তেমনটা নেই। এই আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও সাকিবের পক্ষেই কাজ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।