জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘ভোটাররা ভোট কেন্দ্রে যেতেই চাচ্ছে না। আমরা চেষ্টা করছি, ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য।’
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে কাহালুর বিবিরপুকুর বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচারণা নিয়ে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সব কথা বলেন।
হিরো আলম বলেন, ‘‘আমি যখন ভোটারদের কাছে যাই, ভোটাররা একটা কথাই বলছে, ‘গতবার তো তোমাকে ভোট দিয়েছিলাম, আর তুমি তো সব জায়গায় পাশও করছিলা, তুমি তো নিতে পারলা না’। এছাড়া ভোট সুষ্ঠু হবে কি-না এটি নিয়েও ভোটারদের মধ্যে একটা ভয় আছে। আমি ভোটারদের একটা কথাই বলছি, গতবার আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন। আর একটিবার আমাকে সুযোগ দেন। আশা করি, এবার এরকম আর হবে না।’’
তিনি বলেন, ‘ভোটারদের কিছু লোক ভোট কেন্দ্রে যাবে, আর কিছু লোক ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আগ্রহী না। আমরা চেষ্টা করছি, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘এর আগে প্রচারণা চালাতে গিয়ে হামলা বাধার শিকার হলেও এখন আপাতত সেেই রকম কিছু নেই। নির্বাচনের মাঠে হামলা মামলা এসব থাকেই। মামলা হামলা মৃত্যু ভয় যদি করেন, তাহলে তো নির্বাচন করতে পারবেন না। জনগণের সেবা করতে পারবেন না। তাই এসব আগে থেকেও ডরাই না, এখনও ডরাই না। আমি সামনে জনগণকে নিয়ে কাজ করতে চাই। জনগণকে নিয়ে ভাবি। এ জন্য নির্বাচনের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘প্রশাসন তো সব সময় নিউট্রালই থাকে। তাদের সব সময় পাশেই পাই। নির্বাচনের দিন অনেক টাইমে তারা নীবর ভূমিকা পালন করে। এবার তারা কী করবে, এটা ভোটের দিন বুঝতে পারব। এখন পর্যন্ত প্রশাসন ঠিক আছে।’
নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে হিরো আলম বলেন, ‘নির্বাচন এলে অনেকেই বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি দেন। আমি সবাইকে একটা কথা বলতে চাই। প্রতিশ্রুতি দিয়ে ভোট হয় না। আমি কোনো ওয়াদা দেবো না। কারণ আমি যদি ভোটে পাস করতে পারি, তাহলে এলাকায় আসব। জনগণকে নিয়ে বসব। এরপর জনগণের কাছে এলাকার সমস্যার কথা শুনতে চাইব। এরপর সমস্যা শুনে সেই এলাকার কাজ করার চেষ্টা করব। আমার নির্বাচনি এলাকার অনেক রাস্তা আছে, যেখানে বিগত ২০ বছরেও কোনো কাজ হয়নি। সেগুলোতে কাজ করা খুব দরকার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।