প্রথম নির্বাচন কমিশনার এসএম নাসির উদ্দিন বলেছেন, সংসদ নির্বাচনে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।
শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, মানুষ তো ভোটকেন্দ্রে যাওয়ার অভ্যাসটাই ভুলে গেছে আসলে। ভোটের দিন ছুটি থাকে, আমি ঘুমাই—কারণ আমি না গেলেও তো ভোটটা কেউ না কেউ দিয়ে দেবে। এই রকম একটা মন মানসিকতা ছিল। মানুষকে ভোটকেন্দ্রমুখী করা এবং সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সিইসি বলেন, ৫ আগস্টের পরে দেশের যে অবস্থা ছিল এখন তার চেয়ে আইনশৃঙ্খলা অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন আমরা নিশ্চিত করতে চাই জনগণ নিজ নিজ ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি বলেন, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের মধ্যে একটা পরিবর্তন আসবে। সব জায়গায় যে শিক্ষকদের দিয়ে করাব এমন নাও হতে পারে। আমরা বিকল্প চিন্তা করছি। এখন মানুষ তো বিদেশ থেকে আমদানি করে নির্বাচন করতে পারা যাবে না।
সুষ্ঠু নির্বাচন আয়োজনকে নিজের ইমানি দায়িত্ব উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমি এবং আমার সহকর্মীরা এটাকে ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। আমার সিদ্ধান্ত কারো পক্ষে-বিপক্ষে যেতে পারে। কিন্ত এটা আমার কারণে নয় এটা আইন-কানুনের জন্য। যতক্ষণ আমার হুঁশ আছে ততক্ষণ আমি কারো পক্ষে নই বরং নিরপেক্ষভাবে কাজ করব।
এর আগে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সিইসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।