দেশে এখন ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। গত ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন যুক্ত, আর মৃত ভোটার কর্তন করা হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
রোববার (১০ আগস্ট) নির্বাচন ভবনে সম্পূরক ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলনে সংখ্যাগত এ তথ্য জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব জানান, দেশের সব নির্বাচন অফিসে স্ব স্ব এলাকার হালনাগাদকৃত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
আখতার আহমেদ জানান, নির্বাচনের আগে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে ১৮ বছর বয়স হয়েছে, এমন তরুণরা ভোটার হতে পারবেন।
তিনি আরও জানান, আগামী ২১ আগস্ট পর্যন্ত ত্রুটিবিচ্যুতি সংশোধনে আবেদন জানাতে পারবেন ভোটাররা। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত হবে তালিকা।
ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সঠিক করতে চলতি বছরের ২০ জানুয়ারি থেকে বাদ পড়া ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ শুরু করে ইসি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.