ভয়ে রাজি হইনি : নুসরাত ফারিয়া

Nusraat Faria Mazhar

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা। বর্তমানে চিত্রনায়িকা থিতু হয়েছেন সিনেমায়। আর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সুবাদেই নাম লিখিয়েছেন রূপালি পর্দায়। বলা যায়, জাজের কর্ণধার আবদুল আজিজের হাত ধরেই ফারিয়ার নায়িকা হওয়া।

Nusraat Faria Mazhar

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে ২০১৫ সালে বড়পর্দায় পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর জাজের বেশ ক’টি সিনেমায় দেখা গেছে এই চিত্রনায়িকাকে। কিন্তু হঠাৎই সম্পর্কের ছন্দপতন ঘটে। জাজের আর কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেত্রীকে। দীর্ঘ বিরতির পর আবারও জাজের ঘরে অভিনেত্রী।

গতকাল বুধবার সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে দেখা গেল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ফেসবুকে প্রযোজকের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবেগঘন বার্তাও দিয়েছেন চিত্রনায়িকা।

নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর। এই লোকটাকে (আজিজ) ছাড়া স্বপ্ন কোনো দিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে; কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা-ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’

Nothing Phone (3a) এবং Phone (3a) Plus: দাম ও ফিচার ফাঁস

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জাজের নতুন সিনেমা ‘জ্বীন ৩-মা’তে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ইতিমধ্যেই এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর আগামী ১ ফেব্রুয়ারি থেকে এর শুটিংয়েও অংশ নিচ্ছেন ফারিয়া।