ভিপিএন ব্যবহারে ব্যয় বাড়াচ্ছে রাশিয়া

ভিপিএন ব্যবহার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্পেশাল অপারেশনের নামে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারে বড় ধরনের ব্যয় করছে রাশিয়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। ইন্টারনেট ব্যবহারে দেশটির সরকারি বিধিনিষেধ এড়াতে এ ব্যয় হচ্ছে। খবর টেকরাডারপ্রো।

ভিপিএন ব্যবহার

সম্প্রতি টপটেনভিপিএন রাশিয়ার অর্থ মন্ত্রণালয় পরিচালিত পাবলিক কেনাকাটাসংক্রান্ত ডাটাবেজ দেখতে সক্ষম হয়। ওয়েবসাইটটি দেখতে পায়, ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ভিপিএন প্রযুক্তির জন্য ২৩৬টি চুক্তি স্বাক্ষর করেছে। যার পরিমাণ ৮০ কোটি ৭০ লাখ রুবল বা ৯৮ লাখ ডলার।

মস্কোতে পাবলিক সংগ্রহ আইন পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ১৯ কোটি ৬০ লাখ রুবল বা ২৪ লাখ ডলার ব্যয় করেছে। ১৮ লাখ ডলার ব্যয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্র্যাসনোয়ারস্ক।

পপগুরু ও মুক্তিযোদ্ধা আজম খানকে হারানোর দিন

গবেষকরা দেখতে পান, রাশিয়ার আইনি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ২৩ লাখ ডলার ব্যয় করেছে। ১৯ লাখ ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাত। ১৫ লাখ ডলার ব্যয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার স্বাস্থ্য জরুরি সেবা সহায়তা।