সনি তাদের প্লেস্টেশনের জন্য নতুন Virtual Reality হেডসেট বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছিলো যা ২০২৩ সালের শুরর দিকে উন্মোচিত করা হয়েছে। এবার সনি তাদের হেডসেটে আকর্ষণীয় ফিচার যোগ করছে।
সনি আরও আগ থেকেই নতুন হেডসেট নিয়ে আসার ব্যাপারে তথ্য দিয়েছিলো। বিশ্বজুড়ে প্লেস্টেশন গেমাররা ভার্চুয়াল রিয়েলিটি উপভোগ করার জন্য এই হেডসেটের অপেক্ষা করছিল।
খুব দ্রুতই বাজারে আসতে যাচ্ছে বিধায় গেমারদের বহু দিনের অপেক্ষার পালা শেষ হচ্ছে। হেডসেটের স্পেসিফিকেশন নিয়ে সনি আগেই বিস্তারিত তথ্য প্রকাশ করে রেখেছিলো।
সনির নতুন হেডসেট 4K রেজুলেশনে কাজ করতে সক্ষম। ১২০ হার্জ রিফ্রেশ রেট বজায় রাখতে সক্ষম। 110 ডিগ্রী field of view এর অপশন রয়েছে। কিছু কিছু বিশেষ জায়গায় চিত্র আরোও Sharp হবে বলে সনি জানায়।
USB C ক্যাবলের মাধ্যমে এটি প্লেস্টেশনে কানেক্ট করতে হবে। মার্কেট এ আসার পরপরই ২০টি গেমে এ হেডসেট সাপোর্ট করবে। Horizon, Resident Evil Village এর মত জনপ্রিয় গেমে এটির পুরো সাপোর্ট থাকছে।
মোশন ট্র্যাকিং এর সুবিধার্থে VR2 হেডসেটে ক্যামেরা বসানো থাকবে। হেডসেট পড়া অবস্থাতেও আপনি আশেপাশের শব্দ পরিষ্কার শুনতে পারবেন। নির্দিষ্ট গেম ব্রডকাস্ট করতে চাইলেও সম্ভব হবে।
Playstation 5 এ Adaptive Trigger ও Haptic Feedback এর বিশেষ ফিচার থাকায় এ কনসোল যেসব গেমারদের কাছে থাকবে তারাই VR2 হেডসেটের পুরো মজা নিতে পারবে। হেডসেট এর দাম নিয়ে সনি এখনও কিছু জানায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।