বিলাসবহুল টাটা হ্যারিয়ারে চড়ে বাদাম কাকুর কাণ্ড

বাদাম কাকু

বিনোদন ডেস্ক : জগৎজোড়া কাঁচা বাদাম গানে মজেছে সারা দুনিয়া। বাদাম গান সহ বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের জনপ্রিয়তাও ছড়িয়ে পড়েছে সারা দুনিয়া জুড়ে। সেই বাদাম কাকু এখন রীতিমতো সেলিব্রেটি। মাঝেমধ্যেই নানা ইউটিউবার আসেন তার কাছে ভিডিও বানানোর জন্য। তার নানা ভিডিও ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ার পর্দায়। ঠিক তেমনই আরও একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে টাটা হ্যারিয়ার দেখে রীতিমতো অবাক বাদাম কাকু।

বাদাম কাকু

সম্প্রতি “মনোজ দে ভ্লগস” নামক চ্যানেলের ইউটিউবার মনোজ বীরভূমে ভুবন বাদ্যকরের সাথে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি ভুবন বাদ্যকরকে তার নিজের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেন। তার মতে ভুবন বাদ্যকর তার পাপ্য পারিশ্রমিক পান না। সকলে তাকে ব্যবহার করে অর্থ আয় করেন কিন্তু তার বদলে তিনি তার যথার্থ পারিশ্রমিক পান না। তাই তিনি ভুবন বাদ্যকরকে নিজের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, যাতে তিনি সেই অ্যাকাউন্ট থেকেই তার নতুন নতুন ভিডিও আপলোড করতে পারেন।

তবে মনোজের টাটা হ্যারিয়ার গাড়ি দেখে মুগ্ধ হয়ে যান ভুবন বাবু। মনোজ তার টাটা হ্যারিয়ার গাড়িতে ওরে ভুবন বাদ্যকর কে সারা গ্রাম ঘোরান। সেই গাড়িতে বসে বাদাম কাকু রীতিমত অবাক হয়ে যান। গাড়ির সানরূফের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভুবন বাবুকে বাড়িতে নামিয়ে তারপর তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেয় মনোজ।

YouTube video player

ভিডিওটি মনোজ দ্য ভ্লগস ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল। কিছুদিন আগে গাড়ি এক্সিডেন্টে আহত হন ভুবন বাবু। তবে এখন তিনি প্রায় সুস্থ। বিতর্কের মুখে পড়ে বাদাম কাকু আবার নিজের পেশায় ফিরে এসেছেন, বাদাম বিক্রি করছেন তিনি। তার বাদাম বিক্রি করে প্রতিদিনের আয় ৩০০ টাকা, এছাড়াও একটি সংগীত সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রায় তিন লক্ষ টাকা পেয়েছেন তিনি। এছাড়াও একটি রাজনৈতিক দলের সাথেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।