বিনোদন ডেস্ক : রানু মন্ডল থেকে ভাইরাল ভুবন-সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি সেলিব্রিটিতে পরিণত হয়েছেন যেসব মানুষ সেই তালিকায় বর্তমানে নবতম সংযোজন হলেন মিলন কুমার। পূর্ব বর্ধমানের এই সংগীতশিল্পী পেশা হিসেবে গানকেই বেছে নিয়েছেন।
ভোরবেলা ট্রেনের হুইসেল বাজতেই ট্রেনে ট্রেনে গান ফেরি করে বেড়ান তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে অন্যতম ভাইরাল সেন্সেশন এ পরিণত হাওয়া এই মিলন কুমার এইবার মন্তব্য করলেন রানু মন্ডল ও ভুবন বাদ্যকার সম্পর্কে।
রানু মন্ডল নিজের ধারাবাহিকতা বজায় রাখতে না পেরে বর্তমানে হাসিঠাট্টার পাত্রে পরিণত হয়েছেন। অন্যদিকে ভুবন বাদ্যকারের জনপ্রিয়তা আগের মতো নেই তবে গায়ক তার জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নতুন নতুন মিউজিক অ্যালবাম বের করে দর্শকদের মাঝে নিজেকে তুলে ধরেছেন তিনি। এমন পরিস্থিতিতে মিলন কুমারের মতো একজন নতুন ভাইরাল ট্যালেন্ট খুঁজে পেয়ে দর্শকেরা ঝুঁকেছেন তার দিকে।
রানু মন্ডল এবং ভুবনের বর্তমান পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে এদিন এক সাংবাদিক মিলন কুমারকে প্রশ্ন করলে তিনি জানান,”হারিয়ে যাওয়া মান সম্মানের বিষয় সম্পূর্ণভাবে নিজের কাছে গড়া। আমার বাবা বলেন,কাউকে তুমি যদি অসম্মানিত করো তাহলে তুমি নিজেও অসম্মানিত হবে। মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যাবে।” অর্থাৎ রানু মন্ডল বা ভুবন বাদ্যকারের মত তিনিও হারিয়ে যাবেন না এব্যাপারে বেশ আশাবাদী মিলন।
এদিনে এই ভাইরাল গায়ক আরোও জানান,”আমি আমার মতো। আমি মানুষকে নিয়ে সারা জীবন চলার চেষ্টা করব। মানুষই আমাকে সাথ দিয়েছে। ট্রেনের মধ্যে মানুষ আমার সাথ দিয়েছে,সেই মানুষকে নিয়ে আমি চলার চেষ্টা করব। মাটিতে পা রাখার চেষ্টা করব। নিজের অতীত ভুলে গেলে চলবে না।” সংবাদমাধ্যমকে একথা স্পষ্ট জানিয়ে মিলন কুমার এদিন তার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের কথা তুলে ধরেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।