বিনোদন ডেস্ক : বর্তমানে মানুষের কাছে নিজেদের ভিতরের ট্যালেন্ট গুলি পৌঁছে দেওয়া খুবই সহজ। সোশ্যাল মিডিয়া আমাদের সেই রাস্তা টা অনেক সহজ করে দিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি নিজের ট্যালেন্ট সকলের সামনে খুব সহজেই তুলে ধরতে পারেন।
নাচ, গান, আবৃত্তি, আঁকা আপনি যেই বিষয়ে পারদর্শী সেই বিষয়ের ভিডিও আপলোড করতে পারেন। একদিন দেখা গেল আপনার নিজের ট্যালেন্টের মাধ্যমে ভাইরাল হয়ে পড়লেন। আর বর্তমানে তো সকলের হাতে স্মার্টফোন রয়েছে। আর সেই স্মার্টফোনের মাধ্যমে সকলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। সেখানে সমস্ত ভাইরাল ভিডিওগুলি দেখতে পারেন সকলে।
আর বর্তমানে রিল ভিডিওর প্রচলন রয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা প্রত্যেকে যুক্ত রয়েছেন এই রিল ভিডিওর মাধ্যমে। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে আপনি নাচ গান এবং আপনার নিজের ট্যালেন্ট তুলে ধরতে পারেন সকলের সামনে।
সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভোজপুরি গানের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত, আর ধীরে ধীরে ভোজপুরি গান গুলি সকলের মনে জায়গা তৈরি করে নিচ্ছে। বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরি গান গুলিও বেশ পছন্দ করছেন দর্শক।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক বৌদি ভোজপুরি গানের সঙ্গে নিজের বাড়ির ছাদে শাড়ি পড়ে অসাধারণ নৃত্য পরিবেশন করছেন। ওই ভিডিওতে বৌদি নিজের শরীর ভাঁজে এবং আবেদনময়ী লুকে সকলের হৃদয় ঘায়েল করে দিয়েছেন। ভিডিওটি ইতিমধ্যেই ৬০ হাজার মানুষ দেখে নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।