ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে তার ভক্তদের আশ্রয়ের শেষ নেই। তার ব্যক্তিজীবন থেকে শুরু করে অভিনয় সব কিছু নিয়েই আলোচনা হয়। এমনকি ফেসবুকে কিছু পোস্ট করলেই কথা হয় তাকে নিয়ে। এবারে ফেসবুকে একটি পোস্ট করেই আলোচনায় এই নায়ক।
শাকিব খান আবারও আলোচনায় এসেছেন নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা অভিব্যক্তি প্রকাশ করে। ফেসবুকে চলা জনপ্রিয় ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ড অনুসরণ করে তিনি ফেসবুকের স্টোরিতে শেয়ার করেছেন ১১ বছর আগে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভালোবাসা আজকাল’–এর লুক এবং তার সাম্প্রতিক একটি ছবি। পোস্টে শাকিব খান লিখেছেন, এই ১১ বছরের যাত্রা আমাকে শিখিয়েছে কীভাবে ওঠা-নামার প্রতিটি অধ্যায়কে শক্তিতে পরিণত করতে হয়।
প্রায় ২৬ বছরের অভিনয়জীবনে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় তিনি বাংলা সিনেমার শীর্ষে রয়েছেন। তবে তার পথচলা একেবারেই মসৃণ ছিল না। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হার মানিনি, কারণ প্রতিটি ভুল আমাকে শিক্ষা দিয়েছে। পিছিয়ে যাইনি, কারণ ব্যর্থতাগুলো আমাকে আরও গড়ে তুলেছে। যখন অনেকে বলেছে পারব না, আমি তখনই বলেছি দেখে নিও। বারবার সময় আমাকে পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।
নিজের পোস্টে শাকিব আরও লিখেছেন, তার ক্যারিয়ার একেবারেই নির্ভুল ছিল না। তবে প্রতিটি পদক্ষেপই ছিল মূল্যবান। তিনি বলেন, এই পথচলায় আমি নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি। প্রতিটি অধ্যায়ে যেন নতুন এক আমি জন্ম নিয়েছি। আর এই গল্প এখনও চলছে।
করোনার পরবর্তী সময়ে দর্শকরা দেখতে পান এক ভিন্নধর্মী শাকিব খানকে। ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে তিনি আবারও বড় পর্দায় সব ধরনের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পান। এরপর ‘তুফান’ ও ‘বরবাদ’সহ একের পর এক সিনেমা দেশবিদেশের বাজারে নতুন দিগন্ত উন্মোচন করে। অন্যদিকে, এরি মধ্যে নতুন সিনেমার নাম জানিয়েছেন শাকিব খান। শিগগির নতুন সিনেমার শুটিং শুরু করবেই এই নায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।