বিনোদন ডেস্ক : কেবল ‘কাঁচা বাদাম’ গানেই থেমে থাকেননি ভুবন বাদ্যকর। স্টেজ শো, ষ্টুডিও রেকর্ডিং, পার্টিতে গিয়ে গান গেয়ে শুনিয়েছেন। একসময় দেশ ছাড়িয়ে বিদেশের মানুষ তার গাওয়া ‘কাঁচা বাদাম’ গানে কোমর দুলিয়ে তৈরী করেছেন রিল ভিডিও। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুড়ি গ্রামের নাম এখন তার জন্য সবাই জানেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ব্যক্তিদের কিছুদিন পর মানুষ ভুলে যায়।
তবে, ভুবন বাদ্যকর সবার মনে সর্বদা বিরাজ করায় জন্য নিজের ইউটিউব চ্যানেল খুলে নিয়েছেন। ‘ভুবন বাদ্যকর অফিসিয়াল’ নামের ইউটিউব চ্যানেলে লক্ষাধিক সাবস্ক্রাইবার আছে। যারা তাকে সাপোর্ট করে। তবে তার সাম্প্রতিক ভিডিও নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। কারণটা জানতে প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন। আসলে তার বাড়ির ছাদে অনেক পাখি আসে। ভুবনবাবু প্রতিদিন নিয়ম করে পাখিগুলিকে দানা খাওয়ান। আর এই সম্পূর্ণ বিষয়টি তিনি ভিডিওতে দেখাতে গিয়ে হিন্দিতে কথা বলেছেন।
ভুল ও না বোঝা হিন্দি ভাষা বলতেই নেটিজেনদের হাসির খোরাক হন তিনি। কারণ এত বছর গ্রাম বাংলায় থেকে বাংলা ভাষায় গান ভাইরাল হয়ে সেলেব্রেটি হয়ে ওঠার পরে তিনি হিন্দিতে ভিডিও বানাচ্ছে।
যেমন একজন লিখেছেন – ‘এত ভুলভাল হিন্দি না বলে বাংলাতেই ফিরে এসো বাবা’। আবার অন্যজন বলেছেন – ‘কাঁচা বাদাম বাংলায় আর ইউটিউব ভিডিও হচ্ছে হিন্দিতে’। অনেকেরই যদিও তার এই প্রচেষ্টা খুবই ভালো লেগেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।