ভুলভাল গান গেয়েও বিজয়ী হলেন সুচিস্মিতা

সুচিস্মিতা

বিনোদন ডেস্ক : স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ‘সুপার সিঙ্গার সিজন ৩’র শেষ এপিসোড সম্প্রসারিত হলো এই দিন। কিন্তু এই গানের রিয়েলিটি শোটি শেষ হয়ে গেলেও বিজয়ীর নাম নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে। নেট দুনিয়ায় ‘সুপার সিঙ্গার সিজেন থ্রী’র বিজয়ীর শিরোপা উঠেছে প্রতিযোগী সুচিস্মিতার মাথায়। এই প্রথমবার কোন গানের রিয়েলিটি শো শেষ পর্ব ১০ ঘন্টা ধরে চলেছে। এই দিন গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে বিভিন্ন নামিদামি তারকারা উপস্থিত ছিলেন।

সুচিস্মিতা

তবে সর্বশেষে সুচিস্মিতা ছিনিয়ে নেন সেরার শিরোপা। কিন্তু প্রতিযোগী সুচিস্মিতার বিজয়ী হওয়ার খবরে একপ্রকার ক্ষেপে উঠেছে নেটিজেনরা। অনেকেই সরাসরি বলেছেন তিনি প্রথম হওয়ার যোগ্য কখনোই নয়। জোর করে এবং বিচারকেরা একপেশে সিদ্ধান্ত নিয়েছেন তাঁকে জেতাতে।

তবে কোন রিয়েলিটি শোতে বিজয়ীর নাম ঘোষণা হওয়ার পর নেটিজেনদের মনে এই ক্ষোভ প্রথমবার নয়। এর আগেও ‘সারেগামাপার’ রেজাল্ট বেরোনোর পর একই রকমভাবে নেটিজেনরা খেপে উঠেছিলেন। বর্তমানে নেটিজেনরা বলছেন যাঁরা যোগ্য তাঁরা কখনোই সম্মান পান না। জোর করে এবং পার্শিয়ালিটি মাধ্যমে প্রতিযোগিতায় বেশিরভাগ সময় জিতিয়ে দেওয়া হয়। এ রিয়েলিটি প্রোগ্রামের আগে থেকেই পরিকল্পনা করা হয়ে থাকে কাকে বিজয়ী ঘোষনা করা হবে। সুচিস্মিতার বিজয়ী হবার খবরে একই রকম অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলতে শুরু করেছেন তিনি নাকি যোগ্য নয় প্রথম হবার। বিচারকরা তাঁকে জোর করে জিতিয়ে দিয়েছেন।

সুচিস্মিতার বিজয়ী হওয়ার খবরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। অনেকে সরাসরি নিজেদের মন্তব্য রাখছেন। একজনকে বলতে শোনা গেল ‘সুচিস্মিতা তৃতীয় হওয়ার যোগ্য। তার থেকেও মানসী, দিশারী অনেক ভালো গান করে’। আরো একজন বলেছেন ‘সব আগে থেকে ঠিক করে রাখা ছিল’। তবে বিজয়ী প্রতিযোগী সুচিস্মিতার সাথে সাথেই বিচারকদের নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে। এই রিয়েলিটি প্রোগ্রামের বিচারকের আসনে ছিলেন সনু নিগম কুমার শানু এবং কৌশিকী চক্রবর্তী।

এদিন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই তিন বিচারকের বিরুদ্ধে এক হাত নিয়েছেন। কেউ কেউ বলেছেন কৌশিকী চক্রবর্তী প্রথম থেকেই সুচিস্মিতা কে পছন্দ করতেন। সেই জন্যই তাঁকে জোর করে জিতিয়ে দেওয়া হয়েছে। এতে জনসাধারণের চোখে কৌশিকীর নিজের সম্মান অনেকখানি নেমে গেছে। অনেকেই বলেছেন প্রতিযোগী মানসী সঠিক বিচার পাইনি। তাহলে হয়তো তিনিই বিজয়ী হতেন। কোন কোন দর্শকের মতে প্রণয়, অভিষেক এবং মানসী প্রথম হওয়ার যোগ্য। তবে বিভিন্ন রকমের সমালোচনা উঠলেও বর্তমানে সুচিস্মিতা অথবা বিচারকেরা কেউই এই বিচারকের এই বিতর্কের বিরুদ্ধে মুখ খোলেননি।