জুমবাংলা ডেস্ক : সারাজীবন নৌকায় ভোট দেওয়া সংখ্যালঘুদের জন্য দুর্বলতা। আর এমন দুর্বলতা তারা নিজেরাই সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন সারজিস আলম। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেরণার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস দমনের প্রতিবাদে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
তিনি বলেন, কোন কিছু না ভেবে শুধুমাত্র একটি মার্কায় ভোট দিয়েছেন।
তাই আগামীতে অবশ্যই ভেবে চিন্তে ভোট দিবেন। যারা আপনার পাশে থাকবে, আপনার কথা শুনতে তাদের পাশে আপনারা থাকবেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইতিহাসের সামনের সারিতে ঠাকুরগাঁও জেলা থাকবে উল্লেখ্য করে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এ জেলার মানুষ। মিছিল-মিটিংসহ রণক্ষেত্রে পরিণত হলেও তারা পিছপা হননি। তাদের উপর নির্যাতন করা হলেও তারা পিছু হটেনি।
তিনি আরও বলেন, দেশে যা কিছু হবে ছাত্র জনতার রায়ের মাধ্যমে হবে। ঠাকুরগাঁওয়ে মামলা মামলা খেলা চলছে। টাকার বিনিময়ে নাম দেয়া হয় নাম কাটা হয়। সব জায়গা টাকা দিতে হয় টাকা ছাড়া কোন কাজ হয়না। এসব আর করতে দেয়া হবেনা।
সীমান্তে ফেলানীর মতন আর কাউকে দেখতে চাইনা। রাষ্ট্র সংস্কারের আগে নিজের সংস্কার করতে হবে। আলাদা পেশায় যোগদানের পাশাপাশি ভালো রাজনীতি বিদও হতে হবে।
এসময় ঢাবির সমন্বয়ক সজিব ভূইয়া, জহির রায়হান, আবু সাঈদ স্বপন সহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.