বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার সুবাদে ভাইরাল বাদাম কাকুকে আজ গোটা দেশ চেনে। জনপ্রিয়তার নিরিখে শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকেননি, বাদাম কাকু ভুবন বাদ্যকর এখন মুম্বাই, দিল্লি ঘুরে ঘুরে বিভিন্ন অনুষ্ঠানে তার গানের শো করে বেড়াচ্ছেন। আজ বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুরি গ্রামের সাধারণ বাদাম বিক্রেতাকে ভিনরাজ্যের মানুষরাও বেশ চেনেন।
এই জনপ্রিয়তা ধরে রাখার জন্য এক দারুণ পন্থাও বেছে নিয়েছেন বাদাম কাকু। ইউটিউবকে হাতিয়ার করে ভক্তদের কাছাকাছি থাকার চেষ্টা চালাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ভুবন বাদ্যকর অফিসিয়াল’। তবে সেখানে বাংলাতে নয়, হিন্দিতেই বার্তালাপ করে থাকেন বাদাম কাকু।
বাদাম কাকু হিন্দিতে চোস্ত নন মোটেই। ভাঙ্গা ভাঙ্গা হিন্দি বলে ভিডিও বানাতে তাকে এর আগেও বহুবার দেখা গিয়েছে। এবার তিনি পাখিদের খাবার খাওয়ানো নিয়ে একটি ভিডিও বানান। সম্প্রতি সেই ভিডিওটি ইউটিউবে শেয়ার করেছিলেন তিনি। সেখানে তিনি হিন্দি বাংলা মিশিয়ে এমন ভাবে কথা বলতে থাকেন যা শুনে হেসে কুটোপাটি হয়েছেন নেটিজেনরা।
বাড়ির ছাদে পাখিদের গমের দানা খাওয়াচ্ছিলেন বাদাম কাকু। তিনি রোজ এইভাবেই পাখিদের খাবার খাওয়ান বলে জানাচ্ছেন এই ভিডিওতে। কথা বলার সময় বাংলা ছেড়ে হিন্দি বলতে গিয়ে তিনি এতটা এই ভুলভাল শব্দ ব্যবহার করতে থাকেন যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে শুরু হয় ট্রোলিং। অনুরাগীরা তাকে হিন্দি ভাষা ছেড়ে বাংলা ভাষাতেই কথা বলার জন্য অনুরোধ করতে থাকেন।
উল্লেখ্য, ‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর বাদাম কাকু এখন গানের জগত নিয়েই এগোতে চাইছেন। সকলের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েই তিনি আজ এই সাফল্যের দোড়গোড়ায় পৌঁছাতে পেরেছেন বলে তার প্রতিটি সাক্ষাৎকারে বলে থাকেন। তবে ইদানিং অনুরাগীরা তার থেকে নতুন গান শুনতে চাইছেন। ভবিষ্যতে তিনি আবার নতুন গান নিয়ে ফিরবেন এই আশ্বাসই দিয়েছেন অনুরাগীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।