ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে

ভূমিকম্পে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ভূমিকম্পে মৃতের সংখ্যা

তুরস্ক ও সিরিয়ার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হওয়া হাজার হাজার মানুষ বৃহস্পতিবারও শীত, ক্ষুধা ও হতাশার মধ্যে দিন পার করেছে। সময় যতো পেরুচ্ছে ততই ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধারের আশা ম্লান হয়ে যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তুরস্কে ১৬ হাজার ১০০ জনের এবং সিরিয়ায় তিন হাজার ১৬২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ সব মিলিয়ে এ পর্যন্ত ১৯ হাজার ২৬২ জন মারা গেছে।

শীতের মাঝামাঝি সময়ে ভূমিকম্পে দুই দেশের লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অনেকে সুপারমার্কেটের গাড়ি পার্কিং, মসজিদ, রাস্তার পাশে বা ধ্বংসাবশেষের মধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এরা সবাই খাদ্য, পানি ও উষ্ণতার জন্য মরিয়ে হয়ে উঠেছেন।

নায়িকা ময়ূরী এখন গুগলের বড় কর্মকর্তা

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কে প্রায় ছয় হাজার ৫০০ ভবন ধসে পড়েছে এবং যেখানে ভূমিকম্প হয়েছে সেখানে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষের বাস ছিল।