বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে অনেকেই ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করে প্রতারিত হচ্ছেন। গুগলে কিছু খোঁজার সময় এমন অসংখ্য ভুয়া সাইট দেখা যায়, যা দেখতে একেবারে আসলের মতো। ফলে সহজেই মানুষ প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন।
সাইবার অপরাধীরা নামী ব্র্যান্ডের নামে সামান্য পরিবর্তন এনে নকল ওয়েবসাইট তৈরি করে। সেই সাইটে প্রবেশ করে যদি কেউ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করেন, তবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যেতে পারে!
তাই এই ধরনের প্রতারণা এড়াতে কীভাবে ভুয়া ওয়েবসাইট চেনা যায়, তা জানা দরকার। আসুন জেনে নিই ৫টি সহজ উপায়—
১) সন্দেহজনক লিঙ্ক চেনার উপায়
সাইবার অপরাধীরা নামী ব্র্যান্ডের মতো দেখতে নকল ওয়েবসাইট তৈরি করে এবং ইমেলের মাধ্যমে তার লিঙ্ক পাঠায়। যদি কোনও অজানা ইমেল আইডি থেকে লিঙ্ক আসে, তাহলে তা কখনোই ক্লিক করবেন না। বিশেষ করে যদি তা আকর্ষণীয় অফার বা পুরস্কারের লোভ দেখায়।
২) ইউআরএল-এ ‘HTTPS’ আছে কিনা দেখুন
যে ওয়েবসাইটে ‘HTTPS’ নেই এবং কেবল ‘HTTP’ রয়েছে, সেগুলো নিরাপদ নয়। ‘S’ থাকা মানে ওয়েবসাইটটি এনক্রিপ্টেড ও তুলনামূলক নিরাপদ। তাই লেনদেনের আগে URL ভালোভাবে পরীক্ষা করুন।
৩) গুগলে সার্চ করে যাচাই করুন
কোনও ওয়েবসাইটের লিঙ্ক ইমেলে পেলে, তা সরাসরি গুগলে সার্চ করুন। যদি গুগল বানান নিয়ে সংশয় প্রকাশ করে বা সন্দেহজনক কিছু দেখায়, তবে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি।
৪) ইউআরএল-এ অস্বাভাবিক চিহ্ন বা ভুল বানান দেখুন
ভুয়া ওয়েবসাইটের ইউআরএলে সাধারণত ছোটখাট বানান ভুল, সংখ্যা, অতিরিক্ত ডট বা বিশেষ চিহ্ন (যেমন: smileys, symbols) থাকতে পারে। তাই ওয়েবসাইটের লিঙ্ক যাচাই করে তবেই তাতে ক্লিক করুন।
৫) সন্দেহজনক ফোন নম্বর এড়িয়ে চলুন
অনেক ভুয়া ওয়েবসাইটে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া থাকে। বিশেষ করে অনলাইন হোটেল বুকিং বা ব্যাঙ্কের নামে খোলা সন্দেহজনক ওয়েবসাইটে এমন নম্বর পাওয়া যায়। এই নম্বরে কল করলেই সাইবার অপরাধীরা প্রতারণার ফাঁদে ফেলতে পারে। তাই সতর্ক থাকুন।
সতর্কতা অবলম্বন করুন
জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ জানাচ্ছে, মোবাইলের ছোট স্ক্রিনে ওয়েবসাইটের ইউআরএল ঠিকমতো দেখা যায় না। ফলে অনেকেই ভুল লিঙ্কে ক্লিক করেন। তাই অনলাইন লেনদেন বা কেনাকাটা করার সময় অবশ্যই URL এবং অন্যান্য তথ্য যাচাই করুন।
নিরাপদে থাকুন, সাইবার অপরাধ থেকে দূরে থাকুন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।