বিনোদন ডেস্ক : ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী ওয়াহিদা রেহমান।
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘দাদা সাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য এ বছর বরেণ্য অভিনেত্রী ওয়াহিদা রেহমানকে নির্বাচন করা হয়েছে।’
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক টুইটে অনুরাগ ঠাকুর বলেন, ‘ভারতীয় সিনেমায় অসামান্য অবদান রাখায় ওয়াহিদাজিকে (ওয়াহিদা রেহমান) মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত ও গর্ববোধ করছি।’
‘পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। ‘রেশমা’ ও ‘শেরা’ সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওয়াহিদাজি পেয়েছেন পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মানও। তিনি একজন ভারতীয় নারী শক্তির প্রকৃষ্ট উদাহরণ যিনি, কঠোর পরিশ্রমের সঙ্গে নাম করেছেন পেশাদার দুনিয়ায়।’ বলেন অনুরাগ ঠাকুর।
১৯৫৬ সালে ‘সিআইডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ওয়াহিদা রেহমান। এ সিনেমার সাফল্যের পর ১৯৫৭ সালে ‘পয়সা’ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেন। সত্যজিৎ রায়ের ‘অভিযান’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
হিন্দি সিনেমায় ওয়াহিদা রেহমানের কাজ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘পেয়াসা’, ‘কাগজ কা ফুল’, ‘সাহেব বিবি অর গোলাম’, ‘গাইড’, ‘খামোশি’ প্রভৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।