জুতোয় অনীহা! খালি পায়ে হাঁটার ট্রেন্ডে তরুণ-তরুণীরা

লাইফস্টাইল ডেস্ক : বাজার, পাব, পার্ক কিংবা শপিং মল, অস্ট্রেলিয়া আর নিউজিল্যাল্ডের তরুণ-তরুণীদের দেখা যাচ্ছে খালি পায়ে। সামাজিক মাধ্যমগুলো বলা হচ্ছে নতুন এক ট্রেন্ডের কারণে খালি পায়ে হাটছে তারা। কিন্তু কেন খালি পায়ে চলার ‘ট্রেন্ড’ পালন করা হচ্ছে দেশগুলোতে।

আনন্দবাজার জানিয়েছে, অস্ট্রেলিয়ার বাসিন্দাদের মধ্যে চোখে পড়ছে এক অবাক করা অভ্যাস! সম্প্রতি নেটমাধ্যমে তা নিয়েই শুরু হয়েছে হইচই। সেখানে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, খালি পায়েই রাস্তায় বেরিয়ে পড়ছেন তরুণ-তরুণীরা।=

এই ট্রেন্ড এখন এতটাই জনপ্রিয় হচ্ছে যে, সেখানকার কিছু কিছু স্কুলও শিশুদের খালি পায়ে আসতে কোনও রকম বাধা দিচ্ছে না। এখন আর কাউকে খালি পায়ে রাস্তায় হাঁটতে দেখলে সেখানকার লোকেরা অবাকও হচ্ছেন না।

এই অভ্যাসটি ঠিক কী কারণে তৈরি হয়েছে, তা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন। কেউ বলছেন, দেশের পুরনো সংস্কৃতি মেনে এই অভ্যাস আবারও ফিরিয়ে আনছে তরুণ-তরুণীরা। কেউ আবার বলছেন, জীবনে অনেক সহজ, সরলভাবে বাঁচতে চাইছে এখনকার প্রজন্ম। তারা নিজেদের নিয়মে বেঁধে রাখতে চায় না, তাই এই অভ্যাস রপ্ত করছেন।

কেউ আবার বলছেন, ‘নিশ্চয়ই ওই দেশে জুতো চোরের উৎপাত বেড়েছে। চুরির হাত থেকে নিস্তার পেতেই এই উপায় বেছে নিয়েছেন তরুণ-তরুণীরা। কেউ আবার বলছেন, আমাদের দেশের রাস্তাঘাটের অবস্থা দেখে কারও এই শখ জাগবে না।