Walrus হচ্ছে এক প্রকার সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। সাধারণত উত্তর মেরুর আর্কটিক মহাসাগরের বরফে আচ্ছাদিত অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়।
ইন্টারনেটে বিশেষ এক ধরনের Walrus নওয়েতে ভাইরাল হয়। সেটা হচ্ছে নরওয়ের এ বছর একটি বিশাল Walrus দেখতে পাওয়া যায়। অসলোর একটি বন্দরে দর্শকরা এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটিকে নৌকায় চড়তে দেখেছেন। এর ওজন হবে প্রায় ৬০০ কেজি।
নর্স মিথোলজির কাহিনী অনুযায়ী এই প্রাণীর নাম দেওয়া হয়েছে ফ্রেয়া। কাহিনী অনুযায়ী ফ্রেয়া ছিলো একজন দেবী। বিশেষ এই Walrus বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নরওয়ে ব্রডকাস্টিং কর্পোরেশনের মত অনুযায়ী ফ্রেয়াকে দেশের উত্তরাঞ্চলেও ২০১৯ সালে প্রথম দেখা গিয়েছিল।
২০১৯ সালের পর যুক্তরাজ্য নেদারল্যান্ড ডেনমার্ক এবং সুইডেন এ স্তন্যপায়ী প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। সম্ভবত Walrus আর্কটিক অঞ্চল থেকে দক্ষিণের দিকে ভ্রমণ করছে।
প্রাণীটি যখন দক্ষিণ উপকূলীয় শহরের নৌকায় আরোহন করতে দেখা যায় তখন নরওয়েতে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বিষয়টি। এ ঘটনাটি জুন মাসে ঘটেছে। এরপর Walrusটি অসলোতে চলে যায় এবং মানুষ তাকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল।
প্রথমদিকে Walrus টি দেখে মনে হয়েছিল এর অবস্থা সংকটাপন্ন। এরপর নরওয়ে মৎস্য অধিদপ্তর এটির গতিবিধি পর্যবেক্ষণ করে জানায় যে স্তন্যপায়ী প্রাণীটির অবস্থা বর্তমানে বেশ ভালো।
আরো জানানো হয়েছে যখন কেউ সমুদ্রে সাঁতার কাটবে তখন কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এবং দূরত্ব বজায় রেখে চলা উচিত। সাধারণত এই প্রাণীটি মানুষের জন্য বিপদজনক নয়। তবে মানুষ যদি এদের বিরক্ত করে তখন তারা আক্রমণ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।