ভার্চুয়াল র্যামের দুর্দান্ত ফিচারের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল প্রিমো আর টেন। এইচডি প্লাস রেজুলেশন, বিশাল ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, এআই ট্রিপল ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার থাকছে ওয়ালটনের নতুন এই ফোনে।
ওয়ালটনের নতুন এই ফোনে রয়েছে ৪ জিবি ভার্চুয়াল র্যাম, সঙ্গে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স ফিজিক্যাল র্যাম থাকায় গ্রাহক ফোনটিতে ৮ জিবি র্যামের সুবিধা পাবেন। যার ফলে এই ফোনের কার্যক্ষমতা অনেক বেশি হবে। অ্যাপস ব্যবহার করে দ্রুত গতির ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং স্ট্রিমিং সুবিধা মিলবে।
ফোনটিতে ১.৮ গিগাহার্টজ গতির ইউনিসক টাইগার টি৬১০ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
নতুন এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫২৮ ইঞ্চি এইচডি প্লাস ভি-নচ ডিসপ্লে, যার রেজুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস।
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এআই ট্রিপল ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং আরেকটি ২ মেগাপিক্সেল ডেফথ সেন্সর। সেলফির জন্য সামনে রয়েছে এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।
ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৪৮৫০ এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। ফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক, মাল্টি-ফাংশনাল সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। বটল গ্রিন, ফোর্ড ব্লু এবং মিডনাইট গ্রিন এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।