বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সস্তায় আইফোন কিনতে পারবেন আপনি। মাসিক মাইনে আর বাধা হয়ে দাঁড়াবে না স্বপ্নের ফোন কেনার পথে। গতবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল আইফোন ১৫ (iPhone 15)। সেই ফোনের দামেই ছাড় দিচ্ছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)। বর্তমানে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯৯৯ টাকা। কোনও অতিরিক্ত ছাড় এবং এক্সচেঞ্জ অফার ছাড়া ফ্লিপকার্ট থেকে সরাসরি আইফোন ১৫ (iPhone 15 Offers) কিনলে এই দাম পাবেন ক্রেতারা। আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৭৯,৯৯০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৮৯,৯৯০ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১,০৯,৯৯০ টাকা। আইফোন ১৫ সিরিজের ফোনে রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচারের সাপোর্ট। আইফোন ১৫ সিরিজের ফোনই হল প্রথম অ্যাপেল সিরিজ যেখানে ইউএসবি-সি চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি ভ্যারিয়েন্টে ফ্লিপকার্টের তরফে ৪৫০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। তবে এই ছাড় ক্রেতারা যে কার্ডে ফোন কিনছেন তার উপর নির্ভর করবে। এর ফলে ফোনের দাম কমে হবে ৬১,৪৪৯ টাকা।
এর পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ অফার। সেখানে ৫৪,৯৯০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। তবে এই এক্সচেঞ্জ অফারের পরিমাণ নির্ভর করবে যে ফোন আপনি এক্সচেঞ্জ করছেন সেই মডেল কী অবস্থায় রয়েছে তার উপর। যদি আপনি আইফোন ১৩ এক্সচেঞ্জ করে আইফোন ১৫ কিনতে যান এবং আপনার আইফোন ১৩- র অবস্থা একদম ভাল থাকে তাহলে ২৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন আপনি। আর যদি আইফোন ১৪ এক্সচেঞ্জ করে আইফোন কেনার পরিকল্পনা থাকলে এবং আইফোন ১৪ একদম ভাল অবস্থায় থাকে তাহলে ৩০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন আপনি।
আইফোন ১৫ মডেলের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন একনজরে দেখে নেওয়া যাক
এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর যার সঙ্গে রয়েছে ২৬ মিলিমিটারের ফোকাল লেংথ। এছাড়াও রয়েছে ২ মাইক্রনের কোয়াড পিক্সেল সেনসর ও ১০০ শতাংশ ফোকাস পিক্সেল। আইফোন ১৫ মডেলে নতুন একটি ক্যামেরা সিস্টেম রয়েছে। নাইট মোডে আগের আইফোনগুলির তুলনায় আইফোন ১৫ মডেলে অনেক ভাল ছবি রোলার ফিচার রয়েছে।
আইফোন ১৫ মডেলে রয়েছে বায়োনিক এ১৬ চিপসেট। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।