যে কারণে নাথিং ফোন ২ কিনতে চান ১ কোটি মানুষ!

nothing

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে আলোচিত নাথিং কোম্পানির নতুন ফোন। এই নাথিং ফোন ২ কেনার জন্য ইতিমধ্যে ১ কোটি মানুষ আগ্রহ প্রকাশ করেছে। এমনটাই দাবি করছে নাথিং কোম্পানি।

nothing

বাজারে আসতে না আসতে ব্যাপক সাড়া ফেলেছে ট্রান্সপারেন্ট ডিজাইনের এই হ্যান্ডসেট। প্রথম এডিশনের মতো দ্বিতীয় এডিশন নিয়েও উৎসাহ লক্ষ্য করা গেছে ভারতে।

নাথিং কোম্পানি টুইট করে জানায়, ফ্লিপকার্টে ১ কোটির বেশি মানুষ ‘নোটিফাই মি’ বাটনে ক্লিক করেছে। প্রথম সেল বা প্ল্যাটফর্মে উপলব্ধ হলেই তৎক্ষণাৎ যাতে তাদের কাছে নোটিফিকেশন যায় তার জন্য এই বাটনে ক্লিক করে রাখেন সবাই।

তিনটি স্টোরেজ ভেরিয়েন্টসহ লঞ্চ হয়েছে নাথিং ফোন ২। এগুলো হলো ৮/১২৮, ১২/২৫৬ এবং ১২/৫১২ ভার্সন।

nothing phone 2নাথিং ফোন ২ মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির ওলিড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। অপারেটিং সিস্টেম থাকছে অ্যানড্রয়েড ১৪। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ চিপসেট ব্যবহৃত হয়েছে।

প্রথম এডিশনের মতো এতেও মিলবে গ্লিপ ইন্টারফেস। কন্ট্যাক্ট লিস্ট ও অ্যাপ অনুযায়ী লাইট ও সাউন্ড পরিবর্তন করা যাবে। ক্যামেরার ক্ষেত্রে পাবেন ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। মূল ক্যামেরার সেন্সর সনি আইএমএক্স৮৯০। ফ্রন্টে সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

নাথিং ফোন ১ এর চেয়ে ব্যাটারি বাড়ানো হয়েছে নতুন মডেলে। এতে দেওয়া হয়েছে ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য থাকছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার।

শাকিব-অপুর নতুন আলোচনা, বিচ্ছেদই হয়নি এ জুটির!

কোম্পানির দাবি অনুযায়ী, ০ থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে 20 মিনিট। চার্জিংয়ের জন্য পাবেন ইউএসবি টাইপ-সি ক্যাবল। ফোনটির দাম শুরু হয়েছে ভারতে ৪৫ হাজার রুপি থেকে।