লাইফস্টাইল ডেস্ক : বেড়াতে গিয়ে হোটেলের সাজানো-গোছানো সুন্দর ঘরটাই কয়েকদিনের আশ্রয় হয়ে উঠেছিল। তবে নিজের বাড়ি ফিরে আসার পর সেই কয়েকদিনের আশ্রয়ের সাজই চোখে লেগে আছে। ছবির মতো সুন্দর ঘরে কাটিয়ে সেটাই যেন অভ্যাস হয়ে গিয়েছে। ইচ্ছা হয়েছে তেমন করেই নিজেদের ঘরখানি সাজাবেন।
নামী হোটেলের অন্দরসজ্জার দায়িত্ব সামলান পেশাদার শিল্পীরা। ফলে হোটেলের ঘরের অনুকরণে সাজিয়ে তোলা কঠিন। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে খানিকটা হলেও ইচ্ছাপূরণ হবে।
১) শৌখিন হোটেলের লবিতে ঢুকলেই চোখে পড়ে সবুজের বৈচিত্র। আপনিও চাইলে বাড়ি সাজাতে পারেন ইনডোর প্ল্যান্ট দিয়ে। ঘরের কোণে, ড্রয়িংরুমে বাহারি সবুজ গাছ রাখলে নিজের বাড়িটিও কম শৌখিন দেখাবে না। তা ছাড়া এখন সেরামিকের নানা টবও পাওয়া যায়। সেগুলিও ব্যবহার করলে বেশ সুন্দর দেখাবে।
২) রং করার ঝামেলা এড়াতে ঘরের দেওয়ালে ওয়ালপেপার লাগাতে পারেন। তবে ঘরের আকার, আলোর সাজ দেখে ওয়ালপেপার নির্বাচন করতে হবে। ঘরের সাজের সঙ্গে মিলিয়ে স্টিকার কিনলে ভাল। ফুল কিংবা ক্ল্যাসিক কোন মোটিফের ওয়ালপেপার ভাল লাগব
৩) ঘর সাজাতে আলোর উল্লেখযোগ্য ভূমিকা। তাই অন্দরসজ্জার জন্য আলো কেনার আগে মাথা খাটানো জরুরি। হোটেলের ঘরে বিভিন্ন ধরনের আলো থাকে। তবে ঘরের সাজের সঙ্গে আলো কিন্তু মানানসই হওয়া চাই। সে ক্ষেত্রে ঘর অনুযায়ী আলো বাছুন। বসার ঘরে চাইলে ঝা়ড়বাতি টাঙাতে পারেন। শোয়ার ঘরের কোণে রাখতে পারেন ল্যাম্পশেড। বারান্দা সাজাতে পারেন স্টারি লাইট, ডাউন লাইটার দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।